Logo
Logo
×

রাজনীতি

খুলনা বিভাগে তরুণদের মধ্যে বিএনপির মনোনয়ন দৌড়ে যারা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৯ পিএম

খুলনা বিভাগে তরুণদের মধ্যে বিএনপির মনোনয়ন দৌড়ে যারা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ অনুযায়ী আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই ভোট অনুষ্ঠিত হবে। সেই লক্ষ্যে  একক প্রার্থী চূড়ান্ত করতে তৎপর বিএনপি। সব বিভাগেই জেন-জি’কে গুরুত্ব দিয়ে করা হচ্ছে সম্ভাব্য প্রার্থী তালিকা। মূলত এবারের মনোনয়নে চমক হতে পারেন ‘যোগ্য’ তরুণরা। 

নিজ এলাকায় জনপ্রিয়তা, দলের জন্য ত্যাগ, বিগত দিনের ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামে ভূমিকা, দুঃসময়ে নেতা-কর্মীদের পাশে থাকা ও সাংগঠনিক দক্ষতা-এসব মানদণ্ড যাচাই করে প্রার্থী বাছাইপ্রক্রিয়াও প্রায় শেষ পর্যায়ে।

এ প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি যুগান্তরকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, মনোনয়নের ক্ষেত্রে সবচেয়ে বেশি তরুণদের প্রাধান্য দেওয়া হবে। মানদণ্ড হবে প্রার্থীর জনপ্রিয়তা, নির্বাচন করার ক্ষমতা ও সাংগঠনিক দক্ষতা, জনগণের কাছে গ্রহণযোগ্যতা এবং বিগত আন্দোলনে তার অংশগ্রহণ কেমন ছিল।

জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু যুগান্তরকে বলেন, কোনো রাজনীতিতে প্রবীণ ও নবীনের সংমিশ্রণ ছাড়া চলে না। আমরা তরুণদের কথা বলছি , কিন্তু একেবারে যে প্রবীণদের বাদ দেওয়া হবে, এমন নয়। আমরা সেটা কখনো বলিনি। এখানে নবীন এবং প্রবীণের সংমিশ্রণে প্রার্থী দেওয়া হবে। জনগণের কাছে যাদের গ্রহণযোগ্যতা রয়েছে এবং ভোট টানতে পারবে- তাদের মনোনয়ন দেওয়া হবে।

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ‘ধানের শীষ’ প্রতীক পেতে এরই মধ্যে খুলনা বিভাগে প্রচারণা চালাচ্ছেন অনেকেই। 

খুলনা-১ আসনে জিয়াউর রহমান পাপুল, খুলনা-৩ আসনে রকিবুল ইসলাম বকুল, খুলনা-৪ আসনে আজিজুল বারী হেলাল ও আব্দুল হাই মল্লিক পারভেজ, খুলনা-৬ আসনে সাংবাদিক আনোয়ার আলদীনের নাম জোরালো আলোচনায় রয়েছে। বাগেরহাট-৪ আসনে বিএনপির ড. এবিএম ওবায়দুল ইসলাম, বাগেরহাট-৩ আসনে কৃষিবিদ শামীমুর রহমান শামীম, বাগেরহাট-২ আসনে শেখ ফরিদুল ইসলাম, কুষ্টিয়া-১ আসনে শরীফ উদ্দিন জুয়েল, কুষ্টিয়া-২ আসনে অধ্যাপক ড. সাইফুল ইসলাম, মাগুরা-২ আসনে রবিউল ইসলাম নয়ন, মাগুরা-১ আসনে আলী আহম্মেদ, ঝিনাইদহ-২ আসনে ইব্রাহিম রহমান বাবু ও আসাদুজ্জামান আসাদ, ঝিনাইদহ-৩ আসনে আমিরুজ্জামান খান শিমুল, ঝিনাইদহ-৪ আসনে সাইফুল ইসলাম ফিরোজ, মেহেরপুর-১ আসনে কামরুল ইসলাম, নড়াইল-২ আসনে মনিরুল ইসলাম।

সাতক্ষীরা-১ আসনে সাইদুর রহমান, সাতক্ষীরা -৩ আসনে মির্জা ইয়াসিন আলী, সাতক্ষীরা-৪ আসনে আমিনুর রহমান আমিন, চুয়াডাঙ্গা-২ আসনে মাহমুদ হাসান খান, যশোর-১ আসনে হাসান জহির, যশোর-২ আসনে সাবিরা নাজমুল মুন্নি, যশোর-৩ অনিন্দ্য ইসলাম অমিত, যশোর-৫ আসনে মোহাম্মদ মুছা ও যশোর-৬ আসনে কাজী রওনাকুল ইসলাম শ্রাবণের নাম উঠে এসেছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম