এখন থেকে সাবধানে কথা বলব: আমীর হামজা
কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
কুষ্টিয়া-৩ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী সময়ের আলোচিত ইসলামি বক্তা মুফতি আমীর হামজা বলেছেন, এখানে মূলত জামায়াতের আয়োজনে সিরাতুন্নবী উপলক্ষে রাসুলের জীবনী নিয়ে আলোচনা করেছি। জামায়াতে ইসলামী যে রাসুল (সা.)-এর আদর্শ মেনে রাজনীতি করে সেটা বলার চেষ্টা করেছি।
কয়েকটি ইসলামি জলসায় ব্যতিক্রমী বক্তব্য রেখে সমালোচিত হওয়ার বিষয়ে দলীয় কোনো চাপে আছে কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দলীয় চাপ বলতে- দলীয় সিদ্ধান্ত এখন সাবধানে কথা বলতে হবে। কথা বলতে গেলে ‘দেড়-দুই ঘণ্টার মধ্যে স্লিপ অব টাং হয়ে যায়’ সেদিকেও আমি এখন থেকে সতর্ক থাকব।
কুষ্টিয়ার কুমারখালীতে বাংলাদেশ জামায়াত ইসলামীর আয়োজনে সিরাতুন্নবী (সা.) উদযাপন করা হয়েছে। সোমবার সন্ধ্যায় বাটিকামারা স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কুষ্টিয়া-৩ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী সময়ের আলোচিত ইসলামি বক্তা আমীর হামজা।
সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠানে উপজেলা জামায়াতের আমীর আফতাব উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবুল হাশেম। বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া-৪ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী আফজাল হোসেন।
এছাড়া কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ার্দার, সহকারী সেক্রেটারি সোহরাব উদ্দিন, কামরুজ্জামান মিয়া, জামায়াত নেতা ও সাবেক চেয়ারম্যান মাওলানা শামসুদ্দিন আহমেদ, উপজেলার সেক্রেটারি মামুনুর রশিদ, পৌর আমির অ্যাডভোকেট রবিউল ইসলাম, পৌর যুব জামায়াতে সভাপতি হাফেজ মাসুদ রানা, ছাত্র শিবিরের সভাপতি রিয়াদ আলা মাহমুদসহ অনেকে উপস্থিত ছিলেন।
