আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
|
ফলো করুন |
|
|---|---|
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের অবস্থা সঙ্কটাপন্ন। বেশ কিছুদিন ধরে তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার (৪ অক্টোবর) রাতে তার শারীরীক অবস্থার আরো অবনতি হয়।
তোফায়েল আহমেদের পরিবারের একাধিক ঘনিষ্ট সূত্র যুগান্তরকে জানান, রাত আটটার দিকে তোফায়েল আহমেদের প্রেশার ও পালস কমে গিয়েছিল। পরে তা আবার ঠিক হয়েছে। কিন্তু অবস্থা সঙ্কটাপন্ন। রাত পৌনে ১২টার দিকে সূত্রটি আরও জানায়, ডাক্তাররা এখনো কোন কিছু ঘোষণা করেননি। তার হৃৎপিণ্ড এখনো সচল আছে।
কয়েক বছর ধরে হুইলচেয়ারে চলাফেরা করেন তোফায়েল আহমেদ। স্ট্রোকের কারণে তার শরীরের একাংশ প্যারালাইজড হয়ে গিয়েছিল। তিনি নিয়মিত চিকিৎসকের তত্ত্বাবধানে ছিলেন।
১৯৪৩ সালের ২২ অক্টোবর ভোলা জেলার সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে তোফায়েল আহমেদের জন্ম। বরিশালের ব্রজমোহন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মৃত্তিকাবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর করেন।
১৯৬৮-৬৯ এর উত্তাল সময়ে তোফায়েল ছিলেন ডাকসুর ভিপি। সেই হিসেবে তিনি সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়কের দায়িত্ব পালন করেন। ঊনসত্তরের গণঅভ্যুত্থানে তিনি ছিলেন ছাত্রসমাজের নেতৃত্বের ভূমিকায়।

