Logo
Logo
×

রাজনীতি

‘নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করে লাভ নেই’

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ১২:৫৪ এএম

‘নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করে লাভ নেই’

বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম বলেছেন, ‘নির্বাচন বানচালের ষড়যন্ত্র করে কোন লাভ নেই। ষড়যন্ত্রকারীরাই এখন হতাশ। গণতন্ত্রকামী সকল রাজনৈতিক ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ। বিরোধী জোটের মধ্যে পতিত আওয়ামী স্বৈরশাসক নিজেদের মাঝে বিভেদ সৃষ্টির চেষ্টা করেছে, কোন লাভ হয়নি।’ সোমবার তোপখানায় শিশুকল্যান ভবনে দলীয় কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

শাহাদাত সেলিমের অভিমত, বাংলাদেশে জাতীয়তাবাদী শক্তির মূল শিকড় হচ্ছে বিএনপি। তাদেরই সহযোগী হচ্ছে এলডিপি। তিনি বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে বাংলাদেশ এলডিপি সবসময়ই বিএনপির পাশে ছিলো। আগামীতেও আমরা জাতীয়তাবাদী শক্তির সাথে থাকবো। আর বাংলাদেশে জাতীয়তাবাদী শক্তির মূল শিকড় হচ্ছে বিএনপি।’ 

তিনি বলেন, ‘অতীতেও দেখেছি বিএনপি একটি কৃতজ্ঞ দল। আমরা বিশ্বাস করি রাজপথে যেভাবে পাশে ছিলাম, আগামী জাতীয় নির্বাচনেও বিএনপি আমাদের মূল্যায়ন করবে।’

বাংলাদেশ এলডিপির মহাসচিব তমিজউদ্দিন টিটুর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সিনিয়র  সহ-সভাপতি আলহাজ্ব এম এ  বাশার, সহ-সভাপতি মোহাম্মদ নুর নবী, সহ-সভাপতি মো. শাহনেওয়াজ আলী সুয়েজ, সিনিয়র যুগ্ম মহাসচিব মোহাম্মদ মহিন উদ্দিন মহিন, যুগ্ম মহাসচিব হেলাল হোসেন, যুগ্ম মহাসচিব মাসুম আব্বাসী, যুগ্ম মহাসচিব শফিউল বারী রাজুসহ আরও অনেকে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম