Logo
Logo
×

রাজনীতি

খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে লালুর বক্তব্য ব্যক্তিগত: বিএনপি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ০৫:০৪ এএম

খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে লালুর বক্তব্য ব্যক্তিগত: বিএনপি

বিএনপি

‘সামনে খালেদা জিয়া রাষ্ট্রপতি এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন’ বলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু যে বক্তব্য দিয়েছেন, সেটা তার একান্ত ব্যক্তিগত মতামত।

বুধবার (৮ অক্টোবর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর স্বাক্ষরিত বিবৃতিতে এ কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, হেলালুজ্জামান তালুকদার লালু ইলেকট্রনিক গণমাধ্যমকে দেওয়া এক লাইভ সাক্ষাৎকারে বলেছেন, ‘সামনে খালেদা জিয়া রাষ্ট্রপতি এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন’, এই বক্তব্য হেলালুজ্জামান তালুকদার লালুর একান্তই ব্যক্তিগত। হেলালুজ্জামান তালুকদার লালু বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দের সঙ্গে আলাপ না করেই নিজেই মনগড়া মন্তব্যটি করেছেন।

এর সঙ্গে দলীয় সিদ্ধান্তের কোনো সম্পর্ক নেই। বিএনপি এ ধরনের কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি। দলের গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে মন্তব্য করার ক্ষেত্রে দলীয় সিদ্ধান্তের প্রয়োজনীয়তা অনস্বীকার্য।

জনমনে যাতে বিভ্রান্তির সৃষ্টি না হয়, সে জন্য বিএনপির পক্ষ থেকে সর্বসাধারণের উদ্দেশ্যে এই বিবৃতি গণমাধ্যমে প্রচার ও প্রকাশের জন্য প্রেরণ করা হলো।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম