Logo
Logo
×

রাজনীতি

৮ দফা দাবিতে গণমিছিল করবে ওয়ার্কার্স পার্টি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ১০:৪০ পিএম

৮ দফা দাবিতে গণমিছিল করবে ওয়ার্কার্স পার্টি

আট দফা দাবিতে শুক্রবার জাতীয় শহিদ মিনারে গণমিছিল করবে ওয়ার্কার্স পার্টি। আজ (২১ অক্টোবর) সকালে সেগুনবাগিচায় সংবাদ সম্মেলনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এমনটি জানান। 

তিনি জানান, গণঅভ্যুত্থানের গণআকাঙ্ক্ষা বাস্তবায়ন ও জাতীয় নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করাসহ আট দফা দাবিতে ২৪ অক্টোবর ঢাকা সমাবেশ ও গণমিছিলের কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে বেলা ২টা ৩০ মিনিটে এ সমাবেশ শুরু হবে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত,  বাজার সিন্ডিকেটের দৌরাত্ম বন্ধ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের উপযোগী  করে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঢেলে সাজানো, সরকার ও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিশ্চিত, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি বন্ধ, দেশের বন্দর ব্যবস্থাপনা  বিদেশিদের হাতে তুলে দেয়ার তৎপরতা বন্ধের দাবিতে এ সমাবেশ ও গণমিছিলের আয়োজন করা হয়েছে। 

সংবাদ সম্মেলনে সাইফুল হক বলেন, রাজনৈতিক দলসমূহের কারও কারও উগ্র ও প্রতিহিংসাপরায়ণ বক্তব্য- বিবৃতি,  সরকারের অকার্যকারীতা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পেশাগত দায়িত্বে দুর্বলতাসহ বিভিন্ন  কারণে এখনও ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন নিয়ে  সংশয়-সন্দেহ অব্যাহত রয়েছে।

গত কয়েক দিন ধরে প্রথমে ঢাকার মিরপুরে কেমিক্যাল গোডাউনে, তারপর চট্টগ্রামে ইপিজেডে এবং তিন দিন আগে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের কার্গো ওয়ার হাউজে যে ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে তা নিছক একটি দুর্ঘটনা বলে মনে হয় না। এসব ঘটনা পরিকল্পিত কোনো নাশকতার অংশ কিনা তা খতিয়ে দেখা দরকার। 

সংবাদ সম্মেলনে সাইফুল হক বলেন, নিরপেক্ষতার পরীক্ষায় সরকার পাশ করেনি। এ পরীক্ষায় সরকারের ফেল করার সুযোগ নেই। তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ  নির্বাচন নিশ্চিত করতে সরকারের দৃঢ়  রাজনৈতিক সদিচ্ছাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি অবিলম্বে  সরকারের মধ্যে থাকা সরকারগুলো ভেঙে দেওয়ার দাবি জানান। 

তিনি  বলেন, নির্বাচন  কমিশনের গুরুত্বপূর্ণ  কাজ হচ্ছে  ভেঙে পড়া  সমগ্র নির্বাচন ব্যবস্থার ওপর জনআস্থা প্রতিষ্ঠিত করা এবং স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে দক্ষতা ও নিরপেক্ষতার সাথে আগামী ফেব্রুয়ারীতে জাতীয় নির্বাচনের যাবতীয় প্রস্তুতি এগিয়ে নেওয়া। 

সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, কেন্দ্রীয় কমিটির সদস্য সিকদার হারুন মাহমুদ, কেন্দ্রীয় সংগঠক বাবর চৌধুরী, যুবরান আলী জুয়েল প্রমুখ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম