Logo
Logo
×

রাজনীতি

কেন বাসায় ডাকলেন বিএনপি মহাসচিব, জানালেন সাক্কু

Icon

আবুল খায়ের, কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫, ০৮:৫০ পিএম

কেন বাসায় ডাকলেন বিএনপি মহাসচিব, জানালেন সাক্কু

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু। ফাইল ছবি

ঢাকায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কুর একান্ত বৈঠক নিয়ে নগরজুড়ে আলোচনা চলছে। কুমিল্লাবাসীর জল্পনা তবে কি সাক্কু আবারও দলীয় পদে ফিরবেন? নাকি রাজনীতির অন্তরালে চলছে অন্য খেলা? এটি এখন টক অব ট্যা কুমিল্লা।

রোববার রাজধানীর গুলশানে বিএনপি মহাসচিবের বাসায় সাক্ষাৎ করেন মনিরুল হক সাক্কু। সেদিন বিএনপি মহাসচিবের সঙ্গে সাক্কুর কী কী বিষয়ে আলোচনা হয়েছে তা তিনি এখনো খোলাসা করেননি।

মনিরুল হক সাক্কু বলেন, দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে অংশ নেওয়ার কারণেই আমাকে বহিষ্কার করা হয়েছে। এখন দল যদি চায় আমি যেকোনো সময় ফিরতে প্রস্তুত। আমি বিএনপি এবং শহীদ জিয়ার আদর্শে বিশ্বাসী।

তিনি বলেন, আমি বিএনপি থেকে বহিষ্কৃত। তাই মহাসচিব আলাদাভাবে আমাকে ডেকে বৈঠক করেছেন। যদি পার্টিতে থাকতাম, তবে তো গুলশান অফিসেই ডাক পেতাম। আমি বহিষ্কৃত হলেও দলের সব কর্মসূচি পালন করি। আগামী নির্বাচনে অংশ নেওয়ার লক্ষে আমি মাঠে কাজ করছি।

সাক্কু বলেন, আমি মেয়র নির্বাচন করতে গিয়ে দুবার বহিষ্কার হয়েছি। জনগণের ভোটে দুবার মেয়র নির্বাচিত হয়েছি। প্রথমবার ২০১২ সালে মেয়র নির্বাচন করব জানাতে ম্যাডামের (খালেদা জিয়া) সঙ্গে দেখা করি। তিনি বলেছিলেন, দলের সিদ্ধান্তের বাইরে গেলে তুমি অব্যাহতি নাও। আমি মেয়র নির্বাচিত হই, পরে দলে আমাকে ফিরিয়ে নেওয়া হয়। ২০২২ সালের মেয়র নির্বাচনের আগে রিজভী আহমেদ (জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী) আমাকে দলের সাংগঠনিক সিদ্ধান্তের কথা জানিয়েছেন। আমি তখনো বলেছি, আমি দুবারের নির্বাচিত মেয়র। আমি জনগণকে ছেড়ে দিলে তারা কোথায় যাবে? তারা আমাকে ঘিরে দাঁড়িয়ে আছে। আমাকে বহিষ্কার করলেও নির্বাচন করতে হবে, জনগণের পাশে থাকতে হবে। তাদের একমাত্র আশ্রয়স্থল আমি।

সাক্কু আরও বলেন, আমি সব সময় বলে আসছি, মেয়র স্থানীয় সরকার নির্বাচন। এটা জাতীয় নির্বাচন নয়। জাতীয় নির্বাচন হলে আমি বেইমান হতাম। স্থানীয় সরকার নির্বাচনে আমি মেয়র পাশ করলেও আওয়ামী লীগ ক্ষমতায় যেত, ফেল করলেও যেত। আওয়ামী লীগের সময় সাহস নিয়ে বিএনপির কেউ নির্বাচন করতে এগিয়ে আসেনি। আমি লড়াই করেছি।

কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, দলের মহাসচিবের সঙ্গে মনিরুল হক সাক্কুর কী বিষয় নিয়ে বৈঠক হয়েছে তা আমার জানা নেই। তাছাড়া সাক্কু সাহেব এখন আমাদের দল থেকে বহিষ্কৃত। বহিষ্কৃতদের বিষয়ে দল কী সিদ্ধান্ত নেয় এটা আমার এখন জানা নেই। দলের হাইকমান্ড বিষয়টি বলতে পারবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম