Logo
Logo
×

রাজনীতি

এনসিপির সংবাদ সম্মেলন শুরু

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ১২:২৭ পিএম

এনসিপির সংবাদ সম্মেলন শুরু

জরুরি সংবাদ সম্মেলনে কথা বলছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: যুগান্তর

দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জরুরি সংবাদ সম্মেলন শুরু হয়েছে। এতে গণমাধ্যমকর্মীদের ব্রিফিং করছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

রোববার (২ নভেম্বর) বেলা ১২টায় রাজধানীর বাংলামোটরের রূপায়ন ট্রেড সেন্টারে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন শুরু হয়। 

এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ও করবেন। 

এর আগে এক বিবৃতিতে এনসিপির যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন সংবাদ সম্মেলনের বিষয়টি নিশ্চিত করেন।

বিবৃতিতে বলা হয়, সংবাদ সম্মেলনে দেশের সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপটে এনসিপি তাদের গুরুত্বপূর্ণ অবস্থান ও দিকনির্দেশনা তুলে ধরবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম