ভোলায় বিএনপি প্রার্থী গোলাম নবী আলমগীরকে সংবর্ধনা
যুগান্তর প্রতিবেদন, ভোলা
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৫, ০৩:০০ এএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ (সদর) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী গোলাম নবী আলমগীরকে সংবর্ধনা। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ (সদর) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী গোলাম নবী আলমগীরকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে ঢাকা থেকে ভোলার ইলিশা লঞ্চঘাটে পৌঁছালে দলীয় নেতা-কর্মী ও সমর্থকরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
ইলিশা থেকে প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ রাস্তা পাড়ি দিয়ে জেলা সদরে আসার সময় বিপুল সংখ্যক নারী-পুরুষ রাস্তার দুই পাশে দাঁড়িয়ে তাকে অভ্যর্থনা জানান। দুপুর ১টার দিকে নৌপথে ইলিশা লঞ্চঘাটে পৌঁছার পর গোলাম নবী আলমগীরকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বিশাল মোটরশোভাযাত্রার মাধ্যমে শহরের মহাজনপট্টির দলীয় কার্যালয়ে আনা হয়।
সেখানে পৌঁছে তিনি শহীদ ছাত্রদল সভাপতি নূরে আলম, তার বাবা-মা এবং বড় ভাই সাবেক মন্ত্রী মোশারেফ হোসেন শাহজাহানের কবর জিয়ারত করেন ও তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন।
এর আগে সকালে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও দলীয় নেতা-কর্মীরা ইলিশা লঞ্চঘাটে জড়ো হতে থাকেন। ইলিশা লঞ্চঘাট থেকে জেলা শহরের দলীয় কার্যালয় পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার রাস্তার দুই পাশে জনতার ঢল নামে।
এ সময় নেতা-কর্মীদের উদ্দেশে গোলাম নবী আলমগীর বলেন, ‘আমি আপনাদের সন্তান। বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে ভোলা-১ আসনের সাধারণ মানুষের সেবা করার জন্য ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন—এ জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ।’
তিনি জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান এবং এলাকার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, মেডিকেল কলেজ, ভোলা–বরিশাল সেতু নির্মাণ এবং একটি বিশ্ববিদ্যালয় স্থাপনকে তিনি অগ্রাধিকার দেবেন।
এ সময় জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ ট্রুম্যান, হুমায়ুন কবির সোপান, এনামুল হক, তারিকুল ইসলাম কায়েদ, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আসিফ আলতাফ, সদস্য সচিব হেলাল উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জামিল হোসেন ওয়াদুদ, সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আল আমিন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মাসুদ, সদস্য সচিব মুনতাছির আলম রবিন চৌধুরী, জেলা ছাত্রদল সম্পাদকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গোলাম নবী আলমগীর বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ভোলা জেলা বিএনপির আহ্বায়ক। ২০১৮ সালে তিনি ভোলা-১ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। তার বড় ভাই মরহুম মোশারেফ হোসেন শাহজাহান দক্ষিণাঞ্চলের প্রতিষ্ঠাতা, বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য এবং বিএনপি সরকারের সময় দুবার মন্ত্রিপরিষদে দায়িত্ব পালন করেন।

