ফরিদপুরে যুব মহিলা লীগের সদস্যসহ আ. লীগ সভাপতি গ্রেফতার
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ১২:৪১ এএম
ছবি- যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
ফরিদপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতিকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়েছে যুব মহিলা লীগের এক সদস্যকেও।
গ্রেফতার আওয়ামী লীগ সভাপতির নাম মো. ফারুক হোসেন। তিনি বোমা ফারুক নামেও পরিচিত। মহিলা যুবলীগের সেই সদস্যের নাম নাসরিন। তিনি শ্রমিক লীগ নেতা ফিরোজ শেখের মেয়ে। ফরিদপুর জেলার লক্ষীপুরের বাসিন্দা তিনি।
ফরিদপুর জেলার সদর থানা এলাকাধীন নির্জন একটি বাসা থেকে যুব মহিলা লীগ সদস্যসহ ফারুককে আটক করা হয়। তাকে ফরিদপুর জেলা পুলিশ ১০ নভেম্বর রাত ৯টায় গ্ৰেফতার করে।
বর্তমানে সদর থানায় ডিবি হেফাজতে জিজ্ঞাসাবাদ চলছে। তাদের বিরুদ্ধে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা যায়। কোতোয়ালী থানার দায়িত্বরত কর্মকর্তা নিশ্চিত করেছেন বিষয়টি।
