Logo
Logo
×

রাজনীতি

ষড়যন্ত্র মোকাবেলা করে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করুন: নীরব

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ০১:২৩ এএম

ষড়যন্ত্র মোকাবেলা করে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করুন: নীরব

ছবি- সংগৃহীত

দেশে চলমান নানা ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মনোনীত ঢাকা-১২ আসনের প্রার্থী সাইফুল আলম নীরব। তিনি বলেন, ‘দেশে ষড়যন্ত্র চলছে, সব ষড়যন্ত্র মোকাবেলা করে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হবে।’

সোমবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে প্রার্থী ঘোষণা করার পর আনন্দ মিছিল ও সমাবেশে তিনি এসব কথা বলেন।

নীরব বলেন, ‘বিএনপি আমাকে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনীত করায় মহান সৃষ্টিকর্তার শুকরিয়া আদায় করছি। আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব, ধানের শীষের বিজয় নিশ্চিত করব এবং ঢাকা-১২ আসনটি দেশনেত্রীকে উপহার দেব।’

ধানের শীষের প্রার্থী ঘোষণার পর ঢাকা-১২ আসনের জনগণের পক্ষ থেকে খালেদা জিয়া ও তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়। মানিক মিয়া এভিনিউ থেকে শুরু হয়ে বাংলামটর হয়ে সাতরাস্তা পর্যন্ত এই মিছিল চলে।

গণমিছিল পূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী ইউসুফ হোসেন এবং সঞ্চালনা করেন সাবেক ছাত্রনেতা মনিরুজ্জামান মনির ও সালামত খান সজিব।

এসময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ফখরুল ইসলাম ভুইয়া রবিন, যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, বিএনপি নেতা শাহ আলম, শেখ ফরিদ উদ্দিন, সাজ্জাদুল মিরাজ, মহসিন সিদ্দিকী রনি, রুনা লায়লা, রোকেয়া সুলতানা তামান্না, মাহফুজুর রহমান লিফকন, লুতফুর রহমান, মিরাজ উদ্দিন হায়দার আরজু, আইনুল ইসলাম চঞ্চল, নাজমুল হক মাসুম, নাইমুর রহমান, কামাল হোসেন, আবুল মুনসুর খান দীপক, মিজানুর রহমান রাজ, রফিক হোসেন, কামাল আহমেদ আসাদ, মো. মশিউর রহমান সোহান, আইউব আলী, রুহুল আমিন সোহেল, এস এ খোকনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় ও মহানগর নেতারা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম