Logo
Logo
×

রাজনীতি

বগুড়া-২: আলোচনায় মান্না-স্নিগ্ধ, কে পাচ্ছেন ধানের শীষ?

Icon

আনু মোস্তফা, রাজশাহী

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ০৭:৪৯ পিএম

বগুড়া-২: আলোচনায় মান্না-স্নিগ্ধ, কে পাচ্ছেন ধানের শীষ?

মাহমুদুর রহমান মান্না ও মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। ছবি: সংগৃহীত

রাজশাহী বিভাগের ৩৯টি আসনের মধ্যে বিএনপি ৩৪টি আসনে প্রার্থী ঘোষণা করলেও পাঁচটি আসন এখনো ফাঁকা রেখেছে। বগুড়া-২ (শিবগঞ্জ) তাদের মধ্যে অন্যতম। এ আসনে কে ধানের শীষের মনোনয়ন পাবেন, তা নিয়ে স্থানীয় রাজনীতিতে তীব্র আলোচনা চলছে।

দলীয় সূত্রে জানা গেছে, ১১ অক্টোবর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বগুড়ার সাতটি আসনের সম্ভাব্য মনোনয়নপ্রত্যাশীদের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ওই সময় বগুড়া-২ আসন নিয়ে আলোচনার একপর্যায়ে উঠে আসে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার নাম। বৈঠকে উপস্থিত জেলা বিএনপির নেতারা এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের ভার তারেক রহমানের ওপর ছেড়ে দেন।

দলীয় একাধিক নেতার মতে, আগামী নির্বাচনে সম্ভাব্য জোট গঠনের ক্ষেত্রে বিএনপি বগুড়া-২ আসনটি নাগরিক ঐক্যের জন্য ছেড়ে দিতে পারে। ফলে মাহমুদুর রহমান মান্না ধানের শীষের প্রতীকেই প্রার্থী হওয়ার সুযোগ পেতে পারেন। তবে বিএনপির স্থানীয় নেতাদের একাংশ মনে করছেন, আসনটি শরিক দলের কাছে গেলে তা সংগঠনের জন্য হতাশাজনক হবে এবং প্রতিদ্বন্দ্বিতায় দুর্বল অবস্থানে পড়বে বিএনপি।

এদিকে নতুন করে আলোচনায় এসেছেন শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। সম্প্রতি তিনি বিএনপিতে যোগ দিয়ে বগুড়া-২ আসনে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন। গত রোববার (৯ নভেম্বর) মহাস্থান এলাকা থেকে দলীয় কার্যক্রমে অংশ নিয়ে স্নিগ্ধ বলেন, ঐতিহাসিক শিবগঞ্জের মহাস্থান থেকে বিএনপির সঙ্গে তার পথচলা শুরু হলো। তিনি শিবগঞ্জের মানুষের সঙ্গে থাকবেন। তাদের জন্য কাজ করবেন।

বিএনপির স্থানীয় নেতাদের মতে, স্নিগ্ধের পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য ও তরুণ নেতৃত্বের ভাবমূর্তি তাকে এলাকায় দ্রুত জনপ্রিয় করে তুলছে। ফলে তিনি বগুড়া-২ আসনে ধানের শীষের সম্ভাব্য প্রার্থীদের তালিকায় উঠে এসেছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম