Logo
Logo
×

রাজনীতি

‘দল যার যার, লীগ পেটানোর দায়িত্ব সবার’

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ০৮:৫৪ পিএম

‘দল যার যার, লীগ পেটানোর দায়িত্ব সবার’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, জুলাই সনদের আইনি ভিত্তি, গণভোটসহ নানা বিষয়ে মুখোমুখি অবস্থানে রয়েছে বিএনপি, জামায়াতসহ দেশের রাজনৈতিক দলগুলো।

একদিকে পাঁচ দফা দাবিতে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে জামায়াতসহ আটটি দল। অন্যদিকে নির্বাচনের দিনেই গণভোট এবং জুলাই সনদে নোট অব ডিসেন্ট থাকা না থাকা প্রসঙ্গে মাঠে সরব বিএনপিসহ সমমনা দলগুলো।

এছাড়া আগামীকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) স্বৈরাচার খুনি শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে জুলাই আন্দোলনের সময় মানবতাবিরোধী অপরাধ মামলার রায়ের দিন ঘোষণা করার কথা রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের। এদিন আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি নিয়েও দেশের রাজনীতিতে উত্তেজনা রয়েছে। পতিত আওয়ামী লীগ নেতাকর্মীরা অনলাইন ও অফলাইনে ‘লকডাউন’ কর্মসূচির আহ্বান জানিয়ে উসকানিমূলক প্রচারণা চালাচ্ছে। 

তবে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে ঠেকাতে রাজপথে থাকার ঘোষণা দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল।বুধবার বিকালে আওয়ামী লীগ নেতাকর্মীদের হুঁশিয়ারি দিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। সঙ্গে জুড়ে দিয়েছেন শিশুর সঙ্গে তোলা একটি ছবি।যেখানে হাদির হাতে ‘জুলাইয়ের গ্রাফিতি ও গাইল সমগ্র’ নামে একটি বই রয়েছে আর শিশু কাঁধে একটি কাঠের লাঠি। 

হাদি লিখেছেন, ‘এই পিচ্চি আমার জন্য লাঠিটা নিয়া আইছে। আগামীকাল সকাল ৬টায় আমরা শাহবাগ থাকবো। লাঠি আর পতাকা নিয়া চইলা আইসেন। দল যার যার, লীগ পেটানোর দায়িত্ব সবার’!

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম