৯ দিনে কতটি মনোনয়ন ফরম বিক্রি করেছে এনসিপি
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ০১:১১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এক হাজার ১১টি মনোনয়ন ফরম বিক্রি করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গত ৬ নভেম্বর থেকে আগ্রহী প্রার্থীদের মধ্যে মনোনয়নপত্র বিক্রি শুরু করে দলটি।
শুক্রবার (১৪ নভেম্বর) রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
তিনি বলেন, এখন পর্যন্ত ১ হাজার ১১টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। চিকিৎসক, শিক্ষক, আলেমসহ সব শ্রেণি-পেশার মানুষ ফরম নিচ্ছে। মানুষের আগ্রহ দেখে মনোনয়ন ফরম বিক্রির সময় বাড়ানো হয়েছে। আমাদের ফরম বিক্রির লক্ষ্যমাত্রা ৩ হাজার।
এদিকে দলটির মনোনয়ন প্রত্যাশীদের আবেদন সংগ্রহের সময়সীমা আগামী ২০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। পূর্বের ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার (১৩ নভেম্বর) মনোনয়ন সংগ্রহের শেষ সময় ছিলো। এর আগে, গত ৬ নভেম্বর থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করে দলটি।
দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি ডা. তাসনিম জারা যুগান্তরকে বলেন, ‘আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে এনসিপির মনোনয়নপত্র বিক্রি ও জমা হচ্ছে। শীর্ষ নেতাদের অনেকে মনোনয়ন ফরম কিনছেন। বাকিরা দ্রুত সময়ের মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করবেন। ফরম বিতরণের শুরু থেকে প্রতিদিন বিভিন্ন জেলা থেকে কর্মী-সমর্থকদের নিয়ে মিছিল-সহকারে কার্যালয়ে আসছেন মনোনয়নপ্রত্যাশীরা।’
দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান করা হয়েছে মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে। কমিটির সেক্রেটারি করা হয়েছে জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারাকে। গত বৃহস্পতিবার মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। ওইদিন থেকেই প্রতিদিন কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়নপত্র কিনতে আসছেন মনোনয়নপ্রত্যাশীরা। প্রতিটি মনোনয়নপত্রের মূল্য ১০ হাজার টাকা করে রাখা হচ্ছে। তবে জুলাই যোদ্ধা ও স্বল্প আয়ের ব্যক্তিদের জন্য দাম রাখা হচ্ছে ২ হাজার টাকা।

-685cf2632f8a9-6904a35667d94-691806eb7bf7a.jpg)