খুনি হাসিনার মামলার রায় আন্তর্জাতিক মানের: জামায়াত
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ০৪:০০ পিএম
সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। খুনি হাসিনার বিরুদ্ধে আসা এ রায়কে আন্তর্জাতিক মানের ও নিরপেক্ষ বলছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার (১৭ নভেম্বর) বেলা ২ টা ৫০ মিনিটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। বর্তমানে শেখ হাসিনা পলাতক থাকায় তিনি আপিলও করতে পারবেন না।
দুপুরে রায় ঘোষণার পর জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, এই বিচারে প্রশ্ন তোলার সুযোগ নেই। নিরপেক্ষ হয়েছে, আন্তর্জাতিক মানের হয়েছে।
তিনি আরও বলেন, আজ বাংলাদেশের বিচারের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। মানবতাবিরোধী অপরাধীদের বিচার জনগণের দাবি ছিল। যা আজকে ট্রাইব্যুনালের রায়ের মধ্য দিয়ে আংশিক হলেও পূর্ণ হয়েছে।
জুলাইয়ে গণহত্যা চালানো হাসিনার মামলার এ রায়কে ইতিহাস হিসেবে বলছেন গোলাম পরওয়ার, ‘কোনো একজন সরকারের প্রধানের সর্বোচ্চ সাজা, যা দেশের ইতিহাসের প্রথম। এটা স্মরণীয় হয়ে থাকবে।’

