Logo
Logo
×

রাজনীতি

ফ্যাসিস্ট হাসিনা দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে: ড. মোশাররফ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ১০:১১ পিএম

ফ্যাসিস্ট হাসিনা দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে: ড. মোশাররফ

ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের ভুল শিক্ষানীতি, দলীয়করণ ও শতভাগ পাশের মাধ্যমে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেছে। তারা গত ১৬ বছরে শিক্ষার্থীদের পাশের হার বাড়িয়েছে। শিক্ষার গুণগত মানোন্নয়ন করেনি। প্রকৃত অর্থে জাতি তত বেশি উন্নত ও সমৃদ্ধ। ফ্যাসিস্ট সরকার বাংলাদেশকে মূর্খ জাতি হিসাবে বিশ্ব দরবারে পরিচিতির জন্য গভীর ষড়যন্ত্রে লিপ্ত ছিল।

সোমবার (১৭ নভেম্বর) দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ২০২৫ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি ছাত্র-ছাত্রীদেরকে প্রদত্ত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে এসব কথা বলেন।

ড. খন্দকার মোশাররফ হোসেন এই বিদ্যালয়ের ১৯৬২ ব্যাচের অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। ড. মোশাররফ বিদ্যালয়ের অনুষ্ঠানস্থলে এসে পৌঁছালে পরিচালনা পর্ষদের সভাপতি আবদুস সাত্তার এবং শিক্ষার্থী, শিক্ষকগণ বিপুলভাবে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানান। ১৯১৮ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি ১০৭ বছরে পদার্পণ করেছে।

এই বর্ষীয়ান রাজনীতিবিদ শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আমাদের সময়ে দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ছিল খুবই পরিচ্ছন্ন, অসাধারণ সুন্দর। কোন বিশৃঙ্খল পরিবেশ ছিল না। আজকের এই সময়ে শত প্রতিকূল পরিবেশ ছাপিয়ে তোমাদের সুশৃঙ্খল জীবনযাপনে অভ্যস্ত হতে হবে। সুশিক্ষিত হয়ে তোমরাই একদিন বড় মানুষ হবে, পিতা-মাতার স্বপ্নপূরণ করবে।

বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি আবদুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বিশেষ অতিথি ছিলেন, সাবেক সচিব বিদ্যালয়ের মেধাবী ছাত্র মো. নিজামউদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নূরুল আমীন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও  সুপ্রিম কোর্টের এডভোকেট ড.খন্দকার মারুফ হোসেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম