Logo
Logo
×

রাজনীতি

জামায়াতের শূরা সদস্য নির্বাচন হয় যেভাবে

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ০৬:৫৭ পিএম

জামায়াতের শূরা সদস্য নির্বাচন হয় যেভাবে

জামায়াত। ফাইল ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম কেন্দ্রীয় মজলিসে শূরা। শূরা নির্বাচনে অভ্যন্তরীণ ভোটগ্রহণ চলছে। সারা দেশের রুকনদের প্রত্যক্ষ গোপন ব্যালটে এই ভোটগ্রহণ কার্যক্রম চলমান রয়েছে। ৬ নভেম্বর থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ শেষ হবে ২০ নভেম্বর। দলের নির্ভরযোগ্য সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। 

জামায়াতের গঠনতন্ত্রের ২০ ধারার ৪(ক) উপধারায় বলা হয়েছে, সারা দেশের সদস্যরা (রুকন) বিদায়ি কর্মপরিষদ/নির্বাহী পরিষদ কর্তৃক নির্ধারিত জামায়াত রুকনদের আনুপাতিক হার মোতাবেক মজলিসে শূরার সদস্য নির্বাচন করবেন, কিন্তু কোনো সাংগঠনিক জেলা প্রতিনিধিত্ব থেকে বঞ্চিত হবে না।

সূত্রমতে, সারা দেশে লক্ষাধিক সদস্যের (রুকন) সরাসরি ভোটে আগামী ২০২৬, ২০২৭ ও ২০২৮ এই তিন বছরের জন্য ১৮০ জন শূরা সদস্য নির্বাচিত হবেন। এছাড়া আমিরে জামায়াত কিছু সংখ্যক সদস্যকে শূরার সদস্য হিসাবে মনোয়ন দিতে পারবেন। তবে তার সংখ্যা নির্বাচিত সদস্যদের সংখ্যার শতকরা ৫ ভাগের বেশি হবে না। 

জামায়াতের অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন। অক্টোবরে সারা দেশে রুকনদের ভোটে ইতোমধ্যে আমিরে জামায়াত নির্বাচন সম্পন্ন হয়েছে। যাতে বর্তমান আমির ডা. শফিকুর রহমান ২০২৬-২৮ মেয়াদের জন্য তৃতীয়বারের মতো দলের আমির নির্বাচিত হয়েছেন। 

জামায়াতের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, নভেম্বরের শেষ নাগাদ মজলিসে শূরার নির্বাচনের ফল ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। ডিসেম্বরের শেষ সপ্তাহে আমিরে জামায়াত ও নবনির্বাচিত মজলিসে শূরার সদস্যদের শপথ হতে পারে একই সম্মেলনে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম