Logo
Logo
×

রাজনীতি

শামা ওবায়েদ-নায়াব ইউসুফ-বাবুলকে কাদের বিরুদ্ধে পরীক্ষা দিতে হচ্ছে

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ১১:১৬ এএম

শামা ওবায়েদ-নায়াব ইউসুফ-বাবুলকে কাদের বিরুদ্ধে পরীক্ষা দিতে হচ্ছে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রচার-প্রচারণায় সরগরম ফরিদপুরের চারটি সংসদীয় আসন। ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রচার-প্রচারণায় সরগরম ফরিদপুরের চারটি সংসদীয় আসন। এ চার আসনে পুরোদমে নির্বাচনি প্রচারে ব্যস্ত সময় পার করছেন বিএনপি ও জামায়াতের প্রার্থীরা। বিভিন্ন দলের প্রার্থীদের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও চালাচ্ছেন প্রচার-প্রচারণা। ফলে জেলাজুড়ে এখন নির্বাচনি আমেজ বিরাজ করছে। ফরিদপুরের আসনগুলোর তিনটিতে তিন তরুণ নেতানেত্রীকে মনোনয়ন দিয়েছে বিএনপি। তারা হলেন-সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, মহিলা দলের যুগ্ম সম্পাদক নায়াব ইউসুফ ও কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল।

চারটি সংসদীয় আসনে বিএনপি, জামায়াত ও খেলাফত মজলিসের প্রার্থীরা প্রচারে এগিয়ে রয়েছেন। ফরিদপুর-১ আসনে বিএনপি তাদের দলীয় কোনো প্রার্থীর নাম ঘোষণা করেনি। শোনা যাচ্ছে, জোটের প্রার্থীকে এ আসনটি ছেড়ে দেওয়া হতে পারে। এ আসন ছাড়া অন্য তিনটি আসনে বিএনপি তাদের প্রার্থী ঘোষণা করেছে। এদিকে জামায়াতে ইসলামী চারটি আসনেই ইতোমধ্যে তাদের প্রার্থী ঘোষণা করেছে।  

ফরিদপুর-১ (বোয়ালমারী-আলফাডাঙ্গা-মধুখালী) আসনে বিএনপির চার প্রার্থী মনোনয়ন চেয়ে প্রচারণা চালাচ্ছিলেন। কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও সাবেক সংসদ-সদস্য খন্দকার নাসিরুল ইসলাম, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি মনিরুজ্জামান মনির, বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক যুগ্মসম্পাদক শামসুদ্দিন মিয়া ঝুনু, ছাত্রদল নেতা জয়দেব রায়সহ কয়েকজন মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তবে কেন্দ্র থেকে এ আসনে কারও নাম ঘোষণা করা হয়নি। এ আসনে বিএনপি প্রার্থী দিলে জামায়াত ও খেলাফত মজলিসের প্রার্থীর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। তবে এ আসনে শক্তিশালী কেউ স্বতন্ত্র প্রার্থী হলে ভোটের হিসাব পালটে যেতে পারে।  

ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু। প্রচার চালাচ্ছেন জামায়াতের প্রার্থী সোহরাব হোসেন ও খেলাফত মজলিসের প্রার্থী আকরাম আলী। এ আসনে বিএনপির সঙ্গে খেলাফত মজলিসের প্রার্থীর লড়াই হবে বলে জানান ভোটাররা।

ফরিদপুর-৩ (সদর) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির সাবেক ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফের মেয়ে চৌধুরী নায়াব ইউসুফ। জামায়াতের প্রার্থী হিসাবে রয়েছেন দলটির কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক আবদুত তাওয়াব। জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ এ আসনে বিএনপির সঙ্গে জামায়াত প্রার্থীর দ্বিমুখী লড়াই হবে বলে ধারণা ভোটারদের। এ আসনে সাবেক সংসদ-সদস্য আবদুল কাদের আজাদ ওরফে এ কে আজাদ নির্বাচন করবেন বলে শোনা যাচ্ছে। তিনি নির্বাচন করলে ত্রিমুখী লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।

ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল। খেলাফত মজলিসের প্রার্থী হিসাবে রয়েছেন মিজানুর রহমান মোল্লা, জামায়াতে ইসলামীর প্রার্থী সারোয়ার হোসেন। এ আসনে বিএনপির প্রার্থীর সঙ্গে খেলাফত মজলিস প্রার্থীর তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করেন ভোটাররা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম