ইসি সংলাপে জাপা ও ১৪ দলকে না ডাকা নিয়ে যা বললেন রাশেদ খান
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ১২:৪৬ পিএম
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানিয়েছেন, জাতীয় পার্টি (জাপা) ও ১৪ দলকে নির্বাচন কমিশনের সংলাপে না ডাকতে তারা আগেই প্রধান নির্বাচন কমিশনার, অন্যান্য নির্বাচন কমিশনার এবং ইসি সচিব বরাবর স্মারকলিপি জমা দিয়েছিলেন।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপ শেষ হয়েছে। অথচ জাপা ও ১৪ দলকে সংলাপে না ডাকার ক্ষেত্রে গণঅধিকার পরিষদ ছাড়া অন্য কোনো দলের সক্রিয় ভূমিকা তিনি দেখেননি।
রাশেদ খান পোস্টে আরও বলেন, গতকালও আমি স্পষ্টভাবে বলেছি— জাপা ও ১৪ দলকে সংলাপে ডাকলে সেটি গণঅভ্যুত্থানের সঙ্গে বেইমানি হবে। জনগণ আপনাদের ফ্যাসিবাদের সঙ্গে আপোষ করার দায়িত্ব দেয়নি। মেরুদণ্ড সোজা করে গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি হিসাবে কাজ করতে হবে নির্বাচন কমিশনকে। অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
তিনি দাবি করেন, সংলাপে জাপা ও ১৪ দলকে বাদ রাখার বিষয়টি গণঅধিকার পরিষদের অবস্থান এবং চাপের প্রতিফলন বলেই তিনি মনে করেন।

