Logo
Logo
×

রাজনীতি

জনদুর্ভোগ লাঘবে কাঠের সেতু করে দিলেন ব্যারিস্টার কায়সার কামাল

Icon

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ১০:৫০ এএম

জনদুর্ভোগ লাঘবে কাঠের সেতু করে দিলেন ব্যারিস্টার কায়সার কামাল

ছবি: যুগান্তর

নেত্রকোনার দুর্গাপুরে দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে সোমেশ্বর নদীর ওপর নিজ উদ্যোগ ও অর্থায়নে প্রায় ৮০০ মিটার লম্বা কাঠের সেতু নির্মাণ করেছেন কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। 

শনিবার (২২ নভেম্বর) দুপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপস্থিতিতে সেতুটির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।

স্থানীয়রা জানান, শিবগঞ্জ-দুর্গাপুর এলাকার নদী পারাপারের কোনো স্থায়ী সেতু না থাকায় বহুদিন ধরেই সাধারণ মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিষয়টি বিবেচনায় নিয়ে রিকশা, ভ্যান, প্রাইভেটকার ও মোটরসাইকেল চলাচলযোগ্য এই বাঁশ-কাঠের সেতুটি প্রায় ১৫ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করেন ব্যারিস্টার কায়সার কামাল। 

উদ্বোধনী অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত শেষে দোয়া পরিচালনা করেন মুফতি মাওলানা আব্দুর রব। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও শিক্ষাবিদ অ্যাডভোকেট এম এ জিন্নাহ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, পৌর বিএনপির সাবেক সভাপতি রওশন আলী, সেতু কমিটির সদস্য প্রভাত সাহা, পঙ্কজ সাংমা, কুল্লাগড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাজাহান কবীর সরকার, সাধারণ সম্পাদক শাহ আলমসহ বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সেতুটির মাধ্যমে যানবাহন পারাপারে সামান্য টোল নেওয়া হবে বলে জানানো হয়। ব্যারিস্টার কায়সার কামাল ঘোষণা দেন, টোল থেকে অর্জিত সব অর্থ স্থানীয় মসজিদ, মন্দিরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কাজে ব্যয় করা হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম