Logo
Logo
×

রাজনীতি

ড. ইউনূসের নেতৃত্বে সুষ্ঠু নির্বাচন হবে: জয়নুল আবদিন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ০৬:৪৯ পিএম

ড. ইউনূসের নেতৃত্বে সুষ্ঠু নির্বাচন হবে: জয়নুল আবদিন

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। ছবি: যুগান্তর


বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, আওয়ামী প্রেতাত্মাদের সঙ্গে আঁতাত করে যারা নির্বাচন ব্যাহত করতে চান, এতে কোনো লাভ হবে না। ড. ইউনূসের নেতৃত্বে একটি সুষ্ঠু নির্বাচন হবে। 

রোববার (২৩ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয় বাস্তুহারা দল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফারুক বলেন, শেখ হাসিনা ৫ হাজার লোককে হত্যা করেছিল। বিনা কারণে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ের সামনে বালুর ট্রাক দিয়ে ঘেরাও করে রেখেছিল। বিদ্যুৎ, ইন্টারনেট, পানির সংযোগ বন্ধ করে রেখেছিল। কেউ তখন কোনো প্রশ্ন তোলেনি! অথচ খালেদা জিয়া বা তারেক রহমান কেউই মাথানত করেননি। তারা বিশ্বাস করতেন, একদিন এই দেশ ফ্যাসিস্টমুক্ত হবে। আজ সেই ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশে তারেক রহমানের জন্য আমরা অপেক্ষা করছি।

ভারতের উদ্দেশে ফারুক বলেন, শেখ হাসিনার জন্য যে রায় হয়েছে সেই রায় কার্যকর করতে হবে। যদি বাংলাদেশের সাথে বন্ধুত্ব রাখতে চান, তাহলে অনতিবিলম্বে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে।

তিনি আরও বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে সব কিছু ভুলে গিয়ে তারেক রহমান যা বলবেন তাই আমাদের শুনতে হবে। কে নমিনেশন পেল, কে পেল না- এসব বাদ দিয়ে দেশে যেন আর ফ্যাসিস্টের জন্ম হতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে।

সভায় আরও বক্তৃতা করেন বিএনপির যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদ প্রমুখ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম