কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে জাতীয় পার্টির বৈঠক অনুষ্ঠিত
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ০২:০২ এএম
হোটেল ইন্টারকন্টিনেন্টালে কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে জাতীয় পার্টির বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে জাতীয় পার্টির এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জাতীয় পার্টির নেতৃত্ব দেন দলের চেয়ারম্যান জিএম কাদের, আর কমনওয়েলথের পক্ষে নেতৃত্ব দেন কমনওয়েলথের মহাসচিব শার্লি আয়োরকর বচওয়েক।
উক্ত বৈঠকে আলোচনার মূল বিষয় ছিল আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাঠপর্যায়ের অবস্থা, রাজনৈতিক পরিবেশ এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নির্বাচনী প্রক্রিয়া।
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের অভিযোগ করে বলেন, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সবার জন্য সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করছে না অন্তর্বর্তীকালীন সরকার। ঐক্যমত কমিশন এবং নির্বাচন কমিশনে জাতীয় পার্টিকে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়নি।
এই বৈঠকে জাতীয় পার্টির প্রতিনিধি দলের সঙ্গে উপস্থিত ছিলেন দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী, প্রেসিডিয়াম সদস্য মীর আবদুস সবুর আসুদ, ইঞ্জিনিয়ার মইনুর রাব্বি চৌধুরী, চেয়ারম্যানের উপদেষ্টা মেজর (অব.) মো. মাহফুজুর রহমান এবং কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মাহমুদ আলম প্রমুখ। কমনওয়েলথের পক্ষে আরও উপস্থিত ছিলেন আইনি উপদেষ্টা ডা. দিনুষা পন্ডিত রত্ন ও সহকারী গবেষণা কর্মকর্তা মি. সার্থক রায়।

