রংপুর বিভাগের কয়েকটি আসনে বিএনপির দুর্বল প্রার্থী দেওয়ার রহস্য কী?
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ০৩:১৫ পিএম
ফাইল ছবি।
|
ফলো করুন |
|
|---|---|
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৩৭ টি আসনে একক প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। বেশিরভাগ আসনেই যোগ্য প্রার্থী মনোনয়ন পেয়েছেন। তবে বেশ কিছু আসনে মনোনয়ন নিয়ে বিদ্রোহ দেখা দিয়েছে। প্রার্থী বদলের দাবিতে রোজ বিক্ষোভ ও মশাল মিছিল হচ্ছে। রংপুর বিভাগের বেশ কিছু আসনে দুর্বল প্রার্থী দেওয়ার অভিযোগ উঠেছে।
রংপুর বিভাগের একাধিক জেলার নেতারা জানান, এই বিভাগীয় আসনগুলোর বেশ কয়েকটিতে মনোনয়নে তারা রহস্য দেখছেন। যেখানে জামায়াতের প্রার্থী মোটামুটি ভালো অবস্থানে বলে স্থানীয়ভাবে আলোচনা রয়েছে, অভিযোগ উঠেছে-বিএনপির জনপ্রিয় প্রার্থীকে বাদ দিয়ে সেখানে দুর্বল প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে। এর পেছনের উদ্দেশ্য নিয়েও স্থানীয় পর্যায়ে নানা প্রশ্ন উঠেছে।
রংপুর বিভাগের তিনটি জেলার দায়িত্বশীল অন্তত দশজন নেতা প্রায় একই রকম তথ্য দিয়ে যুগান্তরকে জানান, বেশ কয়েকটি আসনের মনোনয়ন দেখে মনে হয়েছে, অন্য দলের ইশারায় বিএনপির দুর্বল প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে, যাতে ওই দলের প্রার্থী জয়ী হতে পারেন। বিষয়টি কেন করা হয়েছে, তা খতিয়ে দেখতে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি অনুরোধ জানান নেতারা। ওই নেতারা জানান, রংপুরের দুটি, গাইবান্ধার একাধিক, কুড়িগ্রামের দুটিসহ আরও বেশ কয়েকটি আসনে মনোনয়ন দেওয়া হয়েছে বিএনপির দুর্বল প্রার্থীকে। এটি জামায়াতের প্রার্থীদের সুবিধার জন্য দেওয়া হলো কি না-এমন প্রশ্ন উঠেছে। কারণ, ওইসব আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী ঘোষণার পর সেখানে অন্য দলের প্রার্থীর অনুসারীরা মিষ্টিমুখ করিয়েছেন বলে স্থানীয় বিএনপি নেতারা দেখেছেন। বিষয়টি নিয়ে দলের সাংগঠনিক টিমকে বাদ দিয়ে অন্য কোনো নিরপেক্ষ টিমকে তদন্ত করতে কয়েকজন নীতিনির্ধারণী পর্যায়ের নেতাকে অনুরোধ করা হয়েছে।


