দুটি খাতে বরাদ্দ টাকা পাচার হওয়া বন্ধ হয়ে যাবে: বুলু
যুগান্তর প্রতিবেদন, নারায়ণগঞ্জ
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০৬:২৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, বাংলাদেশে কয়েকটি খাত রয়েছে; যেসব খাতে অর্থ বরাদ্দ দেওয়া হয় লুণ্ঠনের জন্য। দেশের গুরুত্বপূর্ণ দুটি খাত হচ্ছে শিক্ষা এবং স্বাস্থ্য। অর্থ লুণ্ঠনের অন্যসব খাত বন্ধ করে দিয়ে যদি এ দুটি খাতে অর্থ ব্যয় করা যায় তাহলে দেশে প্রতি বছর ১৫-২০ লাখ কোটি টাকা বিদেশে পাচার হওয়া বন্ধ হয়ে যাবে। এতে করে দেশ উন্নত হবে, দেশ সামনের দিকে এগিয়ে যাবে।
বুধবার (২৬ নভেম্বর) বিকাল ৩টায় নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় বাংলাদেশ নবজাতক হাসপাতালে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এদিন ‘ওয়ার্ল্ড প্রিম্যাচুরিটি ডে’ এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে ‘ডা. মুজিব নিউবর্ন ফাউন্ডেশন’-এর উদ্যোগে তিন নবজাতক শিশুকে নতুন পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেন, তারেক রহমান জিয়াউর রহমানের প্রতিচ্ছবি। জিয়াউর রহমান মাত্র কয়েক বছরে রাষ্ট্রকে ৫০ বছর এগিয়ে নিয়ে গেছেন। তারেক রহমানও যদি আগামী নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্র ক্ষমতায় আসেন তাহলে তিনিও দেশকে আরও পঁচিশ বছর এগিয়ে নিয়ে যাবেন। বাংলাদেশের মানুষ এবার খুশিতে ভোট দিবেন।
তিনি বলেন, ১৯৮০ সালে জিয়াউর রহমান ক্ষমতায় থাকা অবস্থায় নাটোরের উত্তরা গণভবনে দুই দিনব্যাপী কর্মশালায় আয়োজন করেন। এতে আমার উপস্থিত থাকার সৌভাগ্য হয়েছিল। উনি সেদিন আমাদের উদ্দেশ্যে বলেছিলেন, আপনার জীবনে এখন থেকে আগামী ৫ বছর সৎ থাকেন, সৎভাবে রাষ্ট্রের জন্য ব্যয় করেন রাষ্ট্রকে সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য।
ডা. মুজিব নিউবর্ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডা. মো. মজিবুর রহমানের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন- ফাউন্ডেশনটির সাধারণ সম্পাদক মাহমুদা সুলতানা আসমা, বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন, নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি ডা. মো. মজিবুর রহমান, নাসিক ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইকবাল হোসেন প্রমুখ।
