Logo
Logo
×

রাজনীতি

বিএনপির টিকিট নিয়ে প্রচারে আবদুল আউয়াল মিন্টু

Icon

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ০৬:৫৬ পিএম

বিএনপির টিকিট নিয়ে প্রচারে আবদুল আউয়াল মিন্টু

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী দলটির ভাইস চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু প্রচারণায় নেমেছেন।

বিপুলসংখ্যক সমর্থক ও গাড়িবহর নিয়ে বৃহস্পতিবার তিনি নিজ এলাকায় আসেন। ক্লিন-ইমেজ ও সর্বমহলে প্রশংসিত আবদুল আউয়াল মিন্টু ঢাকা থেকে আসার পথে ফেনীর সীমান্ত এলাকা মোহাম্মদ আলী বাজারে জেলা-উপজেলা নেতাসহ বিপুলসংখ্যক কর্মী-সমর্থক ফুলের মালা দিয়ে তাকে বরণ করে নেন।

এ সময় তিনি সিলোনীয়া, বেকেরবাজার, দাগনভূঞা ও তুলাতুলী বাজারে পথসভা করেন। 

পথসভায় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শাহেনা আক্তার শানু, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, যুগ্ম আহ্বায়ক গাজী হাবিব উল্যাহ মানিক, আনোয়ার হোসেন পাটোয়ারী, সদস্য সচিব আলাল উদ্দিন আলালসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এছাড়াও শুক্রবার বিকালে দাগনভূঞা উপজেলার রাজাপুর, সিন্দুরপুর ও পূর্বচন্দ্রপুর ইউনিয়নে সভা করার কথা রয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম