Logo
Logo
×

রাজনীতি

‘খালেদা জিয়া সত্যিকারের আপসহীন নেত্রী ও একজন মা’

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ০১:০৯ পিএম

‘খালেদা জিয়া সত্যিকারের আপসহীন নেত্রী ও একজন মা’

অভিনেতা ও সাবেক সরকারি কর্মকর্তা ডিএ তায়েব। ছবি: সংগৃহীত

অভিনেতা ও সাবেক সরকারি কর্মকর্তা ডিএ তায়েব এক ফেসবুক পোস্টে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে একটা পোস্ট দিয়েছেন। পাশাপাশি তিনি উল্লেখ করেন, এটি কোনো রাজনৈতিক পোস্ট নয়। 

ডিএ তায়েব জানান, তিনি পাঁচ বছর খালেদা জিয়ার পাইলট হিসাবে দায়িত্ব পালন করেছেন এবং তার প্রটোকলের মাধ্যমে বহুবার তার সঙ্গে কথা বলার ও কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। 

এই অভিনেতা বলেন, খালেদা জিয়া একজন পরিশ্রমী, স্বচ্ছ, ত্যাগী এবং খাঁটি দেশপ্রেমিক নেতা। সেই সঙ্গে তিনি যোগ করেন, উনি সত্যিকারের একজন আপসহীন নেত্রী এবং সর্বোপরি একজন মা।   

ডিএ তায়েব আরও জানান, খালেদা জিয়া অত্যন্ত ধর্মভীরু মানুষ; নিয়মিত নামাজ পড়তেন এবং প্রতি বৃহস্পতিবার রোজা রাখতেন। 

তার মতে, দেশের প্রিয় এই মানুষটির জন্য দোয়া করি আল্লাহ যেন অতি দ্রুত তাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন।

উল্লেখ্য যে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন। বর্তমানে তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যায় রয়েছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম