Logo
Logo
×

রাজনীতি

‘চট্টগ্রামে ৮ দলের সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে’

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ১০:৫৩ পিএম

‘চট্টগ্রামে ৮ দলের সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে’

শুক্রবার চট্টগ্রামের লালদীঘির মাঠে বিভাগীয় সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন আট দল। এ সমাবেশ ব্যাপক জনসমাগমের মাধ্যমে জনসমুদ্রে পরিণত হবে বলে নেতারা জানিয়েছেন।

এতে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন।

বুধবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে সমাবেশের সার্বিক বিষয় জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান।

ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ জান্নাতুল ইসলামের সভাপতিত্বে ও বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি মুহাম্মদ নুরুল আমিনের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নগর জামায়াতের আমির মুহাম্মদ নজরুল ইসলামসহ আট দলের স্থানীয় নেতারা।

সংবাদ সম্মেলনে বলা হয়- জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন, জাতীয় সংসদের উভয়কক্ষে পিআর পদ্ধতি চালু, জাতীয় নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত, আওয়ামী লীগের গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান এবং আওয়ামী লীগের সব অপকর্মের সহযোগী জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করার দাবিতে এ সমাবেশ করা হচ্ছে।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেন, শুক্রবার জুমার নামাজ শেষে দুপুরে লালদিঘীর মাঠে সমাবেশ শুরু হবে। ব্যাপক জনসমাগমের মাধ্যমে জনসমুদ্রে পরিণত হবে। জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন শুধু রাজনৈতিক দাবি নয়, এটি জাতীয় আশা-আকাঙ্ক্ষা, সংস্কার বাস্তবায়নের বাস্তব প্রতিফলন।

তিনি বলেন, গণভোট ছাড়া নির্বাচন হলে কোনোভাবেই জনগণের ম্যান্ডেটের প্রতিফলন হবে না। বিগত ফ্যাসিস্ট সরকার জনগণের ভোটাধিকার হরণ করেছে, বিরোধী দলের ওপর জুলুম-নির‌্যাতন চালিয়েছে, গণহত্যা করেছে এবং ব্যাপক দুর্নীতির মাধ্যমে রাষ্ট্রকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম