মাদারীপুর-১ আসন
কামাল জামানের পরিবর্তে ধানের শীষ পেলেন নাদিরা
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ১০:৩৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন নাদিরা আক্তার। নেতাকর্মীদের আপত্তির মুখে কামাল জামান নূরুদ্দীন মোল্লাকে সরিয়ে নাদিরা আক্তারকে ধানের শীষ দেওয়া হয়েছে বলে জানা গেছে।
দলীয় সূত্র জানায়, মাদারীপুর-১ (শিবচর) থেকে প্রথমে মনোনয়ন দেওয়া হয়েছিল কামাল জামান নূরুদ্দীন মোল্লাকে। শিবচরের একাধিক নেতাকর্মী নূরুদ্দীন মোল্লার বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে যোগসাজশ থাকার অভিযোগ তোলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে তোলা ছবি ছড়িয়ে পড়ে।
এছাড়া শিবচরের একটি মন্দিরে বিএনপির এক মিটিংয়ে বক্তব্য শেষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ভিডিও সামাজিক মাধ্যমে দেখা গেছে। স্থানীয় বিএনপি নেতাকর্মীরা নূরুদ্দীন মোল্লার মনোনয়ন বাতিলের দাবিতে মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েও বন্ধ করে আন্দোলন করেন। সবদিক বিবেচনা করে নূরুদ্দীন মোল্লার মনোনয়ন বাতিল করেন বিএনপির নীতি-নির্ধারকরা।
এরপর থেকে মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরা দল ভারি করার যুদ্ধে নামেন। শিবচরের প্রতিটি ইউনিয়ন, গ্রাম এমনকি মহল্লায় প্রচারণা চালিয়ে যান। নূরুদ্দীন মোল্লার মনোনয়ন স্থগিত করা হলেও থেমে থাকেননি তিনি। যেমন দৌড়ঝাঁপ করেছেন কেন্দ্রীয় নেতাদের দ্বারে দ্বারে তেমনি নিজের মনোনয়নের জন্য দোয়া এবং বিএনপির পক্ষে প্রচারণা চালিয়েছেন উপজেলার প্রতিটি স্থানে।
অন্যদিকে আরেক মনোনয়ন প্রার্থী সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকী মনোনয়ন পাওয়ার আশায় মাঠে-ঘাটে দলবল নিয়ে প্রচারণায় দিন পার করেছেন। এই আসনের সবার মনেই একটি প্রশ্ন ছিল কে পাবেন এ আসনের মনোনয়ন। নূরুদ্দীন মোল্লা নাকি লাভলু চৌধুরী। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপি মনোনয়ন দিয়েছে শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাদিরা আক্তারকে। তিনি শিবচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলার পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব মরহুম মিঠু চৌধুরীর স্ত্রী।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দ্বিতীয় দফায় ৩৬ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সম্ভাব্য প্রার্থীদের ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
