ভারতমুখী নয়, দেশমুখী রাজনীতি প্রয়োজন: ডাকসু ভিপি
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৭ পিএম
সুনামগঞ্জের ছাতকে ছাত্র ও নাগরিক সমাবেশে ইসলামী ছাত্রশিবিরের অন্যতম কেন্দ্রীয় নেতা আবু সাদিক কায়েম।
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) ও ইসলামী ছাত্রশিবিরের অন্যতম কেন্দ্রীয় নেতা আবু সাদিক কায়েম বলেছেন, ভারতমুখী রাজনীতি ছেড়ে বাংলাদেশমুখী রাজনীতি করতে হবে। ফ্যাসিবাদী কায়দায় দেশ চালাতে চাইলে তাদের শিকড় উপড়ে ফেলার হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
শুক্রবার সকালে সুনামগঞ্জের ছাতক পৌর শহরের ট্রাফিক পয়েন্টে জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত ছাত্র ও নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
সাদিক কায়েম বলেন, দেশে ‘ফ্যাসিবাদী পদ্ধতিতে’ রাষ্ট্র পরিচালনার চেষ্টা করা হলে জনগণই এসব জবাব দেবে। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের ইতিহাসে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তিনি বর্তমানে অসুস্থ—আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন। দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তরুণ প্রজন্মের সচেতন ভূমিকা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
সমাবেশে সভাপতিত্ব করেন পৌর জামায়াতের সাবেক আমির অ্যাডভোকেট রেজাউল করিম রেজা। পরিচালনা করেন হাফিজ জাকির হোসেন।
সমাবেশে প্রধান বক্তা ছিলেন- ছাতক-দোয়ারাবাজার আসনে সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক অধ্যক্ষ আব্দুস সালাম আল মাদানী। তিনি বলেন, দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য শিক্ষিত তরুণদের সুশাসন ও ন্যায়ভিত্তিক রাজনীতির প্রতি অঙ্গীকারবদ্ধ হতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রনেতা শাহিন আলম।
এছাড়াও বক্তব্য রাখেন- ছাতক উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আকবর আলী, সাবেক আমির মাওলানা জালাল উদ্দিন, দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. আব্দুল কদ্দুছ প্রমুখ।
বক্তারা বলেন, দেশে চলমান রাজনৈতিক ও সামাজিক সংকট উত্তরণের জন্য গণতান্ত্রিক মূল্যবোধ চর্চা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা জরুরি। সমাবেশে অংশগ্রহণকারী ছাত্র ও সাধারণ নাগরিকরা পরিবর্তন, ন্যায়, সুশাসন এবং শান্তিপূর্ণ রাজনীতির ওপর জোর দেন। প্রায় ঘণ্টাব্যাপী এ সমাবেশ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।

-6932c7fe16758.jpg)