Logo
Logo
×

রাজনীতি

খালেদা জিয়ার সুস্থতা কামনায় সাবেক মেডিকেল ছাত্রদলের কুরআন খতম-দোয়া

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫, ১২:১৩ এএম

খালেদা জিয়ার সুস্থতা কামনায় সাবেক মেডিকেল ছাত্রদলের কুরআন খতম-দোয়া

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল ও কুরআন খতম হয়েছে। এ সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা এবং সার্বিক কল্যাণের জন্য দোয়া করা হয়।

শুক্রবার বাদ জুমা রাজধানীর ধানমন্ডির তাকওয়া জামে মসজিদে দেশের বিভিন্ন মেডিকেল কলেজের জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক নেতাকর্মীদের উদ্যোগে এ কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

মাহফিলে দোয়া পরিচালনা করেন তাকওয়া মসজিদের খতিব মো. সাইফুল ইসলাম। তিনি দেশের সাবেক এই প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য লাভ এবং পুনরায় জনসেবায় অবতীর্ণ হওয়ার জন্য মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানান।

দোয়া মাহফিলে বাংলাদেশ শিশু হাসপাতাল পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডা. একেএম আজিজুল হক বলেন, দেশের জন্য নিবেদিতপ্রাণ ও আপসহীন নেত্রী খালেদা জিয়ার সুস্থতা আমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ। তিনি দেশের মানুষ ও গণতন্ত্রের জন্য যে ত্যাগ ও অবদান রেখেছেন, তা আমরা চিরস্মরণীয় মনে রাখি। আমরা তার দ্রুত আরোগ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। দোয়া মাহফিল ও কুরআন খতমের মাধ্যমে মহান আল্লাহর দরবারে তার সুস্থতা ও দেশের জনসেবায় পুনরায় সক্রিয় হওয়ার জন্য প্রার্থনা করছি।

দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ড্যাব বিএনপির সহ-পরিবার কল্যাণ সম্পাদক ডা. রফিকুল কবির লাবু, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ডা. শহীদ হাসান, অধ্যাপক ডা. আবদুস শাকুর খান, ডা. বজলুল গনি ভুঁইয়া, ডা. খায়রুল ইসলাম, ডা. এমএ কামাল, ডা. মাহবুব আরেফিন রেজানুর রঞ্জু, ডা. আশরাফী, ডা. আজাহারুল ইসলাম, ডা. হারুন-উর রশীদ খান রাকিব, ডা. সফিউল্লাহ, ডা. সাহাবুব লাবলু, ডা. ফারুক হোসেন, ডা. রেহান উদ্দিন খান, ডা. গাজী শাহিন, ডা. ইমন, ডা. মাহমুদুল হাসান রানা, ডা. শামসুজ্জামান রানা, ডা. মাহবুবর রহমান সজীবসহ শতাধিক চিকিৎসক নেতাকর্মী।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম