Logo
Logo
×

রাজনীতি

এনসিপিসহ ৩ দলের নতুন জোটের ঘোষণা বিকালে

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৩ পিএম

এনসিপিসহ ৩ দলের নতুন জোটের ঘোষণা বিকালে

জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) তিন দলের সমন্বয়ে আরেকটি নতুন রাজনৈতিক জোট গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) তিন দলের সমন্বয়ে আরেকটি নতুন রাজনৈতিক জোট গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) বিকাল ৪টায় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আনুষ্ঠানিকভাবে জোটের আত্মপ্রকাশ হবে।

কয়েকদিন ধরে এনসিপি, এবি পার্টি, বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন ও গণঅধিকার পরিষদ—এই চার দলকে নিয়ে একটি নির্বাচনী জোট গঠনের আলোচনা চলছিল। শেষ পর্যন্ত তিন দলের উদ্যোগেই জোটটি আলোর মুখ দেখতে যাচ্ছে। তবে গণঅধিকার পরিষদ এতে যুক্ত হচ্ছে না। 

দলগুলোর পক্ষ থেকে জোটকে বলা হচ্ছে ‘জুলাই গণ-অভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণে আগ্রহীদের রাজনৈতিক ও নির্বাচনী ঐক্য’।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম