Logo
Logo
×

রাজনীতি

জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা ড্যাব নেতাদের

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ০৮:২৫ পিএম

জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা ড্যাব নেতাদের

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সদস্যপদ স্থগিতাদেশ প্রত্যাহার করায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন কয়েকজন নেতা।

রোববার (৭ ডিসেম্বর) রাজধানীর জিয়া উদ্যানে জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ড্যাব নেতারা।

 দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা করা হয়। এছাড়াও বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা এবং তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করা হয়।

 আয়োজকরা দেশের সংকটময় মুহূর্তে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থ হয়ে জাতির দায়িত্ব পালনের আকাঙ্ক্ষা প্রকাশ করেন। পাশাপাশি তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

 স্থগিতাদেশ প্রত্যাহারপ্রাপ্ত নেতারা হলেন- অধ্যাপক ডা. রফিকুল কবির লাবু, ডা. মো. খায়রুল ইসলাম, ডা. এম এ কামাল, ডা. মো. ফারুক হোসেন ও ডা. মো. মাহবুব আরেফীন রেজানুর রঞ্জু।

 শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ও ড্যাবের সাবেক সভাপতি অধ্যাপক ডা. একেএম আজিজুল হকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের প্রায় তিন শতাধিক চিকিৎসক।

 শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিলে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) ও ড্যাবের সাবেক সভাপতি অধ্যাপক ডা. একেএম আজিজুল হকসহ প্রায় তিন শতাধিক চিকিৎসক উপস্থিত ছিলেন। অন্যান্য উল্লেখযোগ্য উপস্থিত ছিলেন ডা. শহীদ হাসান, অধ্যাপক ডা. আব্দুস শাকুর খান, ডা. মো. আজহারুল ইসলাম, অধ্যাপক ডা. মোহাম্মদ শাহজাহান, ডা. এমদাদুল হক ইকবাল, ডা. মো. ওয়াসীম, ডা. রেহান উদ্দিন খান, ডা. আলমগীর কবির উজ্জ্বল, ডা. তৌহিদুল ইসলাম জন, ডা. হারুনুর রশিদ খান রাকিব, ডা. জাফর ইকবাল জামালী, ডা. আবু আহমেদ শাফি, ডা. খন্দকার কামরুজ্জামান মিন্টু, ডা. গাজী মো. শাহিনুল ইসলাম ও ডা. সামিউল আলম সোহান।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম