Logo
Logo
×

রাজনীতি

জিয়াউর রহমানের সমাধিতে ড্যাব নেতাদের শ্রদ্ধা, খালেদা জিয়ার জন্য দোয়া

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৬ পিএম

জিয়াউর রহমানের সমাধিতে ড্যাব নেতাদের শ্রদ্ধা, খালেদা জিয়ার জন্য দোয়া

ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) নেতাদের সদস্য পদের স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। এই উপলক্ষ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়ার আয়োজন করা হয়।

রোববার (৭ ডিসেম্বর) রাজধানীর জিয়া উদ্যানে জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক নেতারা। এ সময় ৩ শতাধিক চিকিৎসক উপস্থিত ছিলেন।

সদস্য পদ স্থগিতাদেশ প্রত্যাহার করা নেতারা হলেন- অধ্যাপক ডা. রফিকুল কবির লাবু, ডা. মো. খায়রুল ইসলাম, ডা. এমএ কামাল, ড. মো. ফারুক হোসেন, ডা. মো. মাহবুব আরেফিন রেজানুর রঞ্জু।

চিকিৎসকরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর মাগফিরাত ও এভারকেয়ার হাসপাতালে চিকিৎসারত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে মোনাজাত করেন। দেশের সংকটকালে অভিভাবক হিসেবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেন সুস্থ হয়ে যথাযথ দায়িত্ব পালন করতে পারেন, সেজন্য দোয়া করা হয়। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশের গণতন্ত্র যাতে পুনঃপ্রতিষ্ঠা হয় সেই দোয়া করা হয়।

জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়ায় উপস্থিত ছিলেন- বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের সাবেক সভাপতি অধ্যাপক ডা. একেএম আজিজুল হক, বিএনপির সহ-পরিবার কল্যাণ সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল কবির লাবু, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা. শহীদ হাসান, অধ্যাপক ডা. আব্দুস শাকুর খান, ডা. মো. খায়রুল ইসলাম, ডা. মো. আজহারুল ইসলাম, ডা. আলী আকবর আশরাফী, অধ্যাপক ডা. মোহাম্মদ শাহজাহান, ডা. এমএ কামাল, ডা. মোহাম্মদ ফারুক হোসেন, ডা. এমদাদুল হক ইকবাল, ডা. মো. ওয়াসীম, ডা. মো. রেহান উদ্দিন খান, ডা. আলমগীর কবির উজ্জ্বল, ডা. তৌহিদুল ইসলাম জন, ডা. হারুনুর রশিদ খান রাকিব, ডা. জাফর ইকবাল জামালী, ডা. আবু আহমেদ শাফি, ডা. খন্দকার কামরুজ্জামান মিন্টু, ডা. গাজী মো. শাহিনুল ইসলাম, ডা. সামিউল আলম সোহান, ডা. মাহবুব আরেফীন রেজানুর রঞ্জু, ডা. মাহমুদুল হক চৌধুরী রানা, ডা. সাইফুল ইসলাম জুয়েল, ড. মনজুরুল আজিজ ইমন, ডা. একরামুল রেজা টিপু, ডা. এসএ ফয়েজ, ডা. শাহরিয়ার কবির হাসান পল্লব, ডা. সাদিকুল আমিন শান্ত, ডা. সাজ্জাদুর রহমান, ডা. মো. জাভেদ হোসেন, ডা. আমিরুল মুলক হিরু, ডা. কেএম শরফুদ্দিন আশিক, ডা. মাসুম বিল্লাহ, ডা. আজিজুল হক মানিক, ডা. তারেক প্রমুখ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম