Logo
Logo
×

রাজনীতি

কুমিল্লার ছয় আসনে জামায়াতের জোরালো মিশন

Icon

আবুল খায়ের, কুমিল্লা

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ১০:১৪ এএম

কুমিল্লার ছয় আসনে জামায়াতের জোরালো মিশন

ফাইল ছবি।

কুমিল্লার ছয়টি সংসদীয় আসন টার্গেট করে চলছে জামায়াতে ইসলামীর জোরালো মিশন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ওই আসনগুলোতে নিজেদের প্রার্থীদের বিজয়ী করতে দলটি নানামুখী তৎপরতা চালাচ্ছে। কেন্দ্রীয় জামায়াত এবং ছাত্রশিবিরের নেতাদের এনে প্রীতি সমাবেশ, ওয়াজ মাহফিল, মতবিনিময়, আলোচনা সভাসহ নানা কার্যক্রম পরিচালনা করছে। বিশেষ করে মানুষ পছন্দ করে এমন কর্মসূচি দিচ্ছে। কুরআন প্রতিযোগিতা, মাহফিল আলোচনা সভায় সুরেলা কণ্ঠে গজল, হামদ, নাত পাঠ করে শ্রোতাদের আকৃষ্ট করছে। তাদের সব কর্মসূচিকে সাধারণ মানুষ ইতিবাচক হিসাবে নিচ্ছে। শুধু তাই নয় মানুষের জনদুর্ভোগ নিয়ে প্রতিটি আসন ভিত্তিক তারা মানুষের কাছে যাচ্ছে এবং সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার ১১টি আসনে বহু আগেই প্রার্থী ঘোষণা করেছে জামায়াত। গত চার মাসেরও বেশি সময় ধরে এসব প্রার্থীরা নিজ নিজ নির্বাচনি এলাকার প্রত্যন্ত অঞ্চলে ঘুরে বেড়াচ্ছেন।

দলীয় সূত্র বলছে, আগামী নির্বাচনে কুমিল্লার ছয়টি সংসদীয় আসন টার্গেট নিয়ে কাজ করছেন তারা। কুমিল্লা-৩ মুরাদনগরে সংসদ-সদস্য প্রার্থী ইউসুফ হাকিম সোহেল, কুমিল্লা-৪ দেবিদ্বারে সাইফুল ইসলাম শহীদ, কুমিল্লা-৫ বুড়িচং-ব্রাহ্মণপাড়া আসনে ড. মোবারক হোসাইন, কুমিল্লা-৬ সদর আসনে কাজী দীন মোহাম্মদ, কুমিল্লা-৯ লাকসাম মনোহরগঞ্জ আসনে ড. সৈয়দ সরওয়ার হোসেন, কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনে দলের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহেরকে বিজয়ী করার লক্ষ্যে জোড়ালো মিশন নিয়ে মাঠে নেমেছেন দলটির নেতাকর্মীরা।

এসব আসনে দলীয় প্রার্থীদের জয়ী করতে স্থানীয় এবং কেন্দ্রীয় নেতাদের সমন্বয়ে টিম মাঠে কাজ করছে। তাছাড়া জামায়াতের ছাত্র সংগঠনগুলোর পাশাপাশি অন্যান্য অঙ্গ সংগঠন এবং নারী সংগঠনগুলো গণসংযোগ চালাচ্ছে।

স্থানীয়রা বলছে জামায়াতের প্রার্থী এবং নেতাকর্মীদের কথাবার্তা, বক্তব্য, প্রতিশ্রুতি জনগণ ইতিবাচক হিসাবে দেখছে। এতে আগামী নির্বাচনে তাদের ভোট ব্যাংক সমৃদ্ধ হচ্ছে। দলটি বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব কোন্দল কাজে লাগিয়ে ভোটের মাঠে সুবিধা নিতে চাচ্ছে।

কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ বলেন, জেলার ১১টি সংসদীয় আসনই আমাদের টার্গেট। তবে ছয়টি আসনে আমাদের প্রার্থীরা শক্ত অবস্থান সৃষ্টি করেছে। পর্যায়ক্রমে অন্যান্য প্রার্থীরাও এগিয়ে যাচ্ছেন। আমাদের কোনো প্রার্থী পিছিয়ে নেই। আগামী নির্বাচনে আমরা ক্ষমতায় গেলে জনগণের জানমালের নিরাপত্তা এবং তাদের কাছে দেওয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করব ইনশাআল্লাহ।

কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের মিডিয়াবিষয়ক সম্পাদক বেলাল হোসাইন বলেন, আমাদের দলীয় প্রার্থীদের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে সব অঙ্গ সংগঠনের কর্মীরা মাঠে নেমেছেন। কেন্দ্রীয় সমন্বয় টিম মাঠে কাজ করছে। দেশের মানুষ পরিবর্তন চায়। অনিয়ম দুর্নীতি চাঁদাবাজির বিরুদ্ধে রায় দিতে চায়। আমরা জনগণের সেই প্রত্যাশা পূরণে কাজ করছি। আশা করি আগামী নির্বাচনে আমাদের বিজয় নিশ্চিত হবে ইনশাআল্লাহ।

ঘটনাপ্রবাহ: ত্রয়োদশ জাতীয় নির্বাচন


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম