Logo
Logo
×

রাজনীতি

নির্বাচন পেছানোর আশঙ্কা দেখছে না জামায়াত

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৭ পিএম

নির্বাচন পেছানোর আশঙ্কা দেখছে না জামায়াত

নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক শেষে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামী নির্বাচন পেছানোর আশঙ্কা দেখছে না বলে মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। 

সোমবার (৮ ডিসেম্বর) সিইসিসহ নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তিনি।  

মিয়া গোলাম পরওয়ার জানান, ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের জন্য পদক্ষেপ নিতে ইসির প্রতি আহ্বান জানিয়েছেন তারা। এজন্য বিভিন্ন দাতা সংস্থার কাছ থেকে সহায়তা নেওয়া যেতে পারে বলে পরামর্শ জামায়াতের।  

এদিন, বেলা সাড়ে ১১টায় নির্বাচন ভবনে সিইসিসহ কমিশনারদের সঙ্গে বৈঠকে বসেন জামায়াতের ৬ সদস্যের প্রতিনিধি দল। গত সপ্তাহে বিএনপি ও এনসিপির প্রতিনিধিরা সিইসির সাথে বৈঠক করে।   

এর আগে, সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা সিইসির সঙ্গে সাক্ষাৎ করেন। 

অপরদিকে, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে ডা. শফিকুর রহমান বলেন, ব্যক্তি বা দলের জন্য নয়, জামায়াত জনগণের রাজনীতি করে। এ সময়, জামায়াত ধর্ম নিয়ে কাজ করলেও, ধর্মকে কখনই ব্যবহার করে না বলে উল্লেখ করেন তিনি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম