Logo
Logo
×

রাজনীতি

‘খুনি চাঁদাবাজ মাদক ব্যবসায়ী কোনো দলের নেতা হতে পারে না’

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ০৮:২১ পিএম

‘খুনি চাঁদাবাজ মাদক ব্যবসায়ী কোনো দলের নেতা হতে পারে না’

আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ‘খুনি, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী কোনো দলের নেতা হতে পারে না। রাজনৈতিক দলের আচরণ আওয়ামী লীগের সময় যেমন দেখেছি বর্তমানে বিএনপির এক অংশের আচরণও সেরকম।’

সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে বরিশালের রিপোর্টার্স ইউনিটিতে এবি পার্টি আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

ফুয়াদ আরও বলেন, ‘আমি একটা উন্নয়ন কাজের সহযোগী চাইলাম সেটাকে কেন্দ্র করে আমাকে হেনস্তা করা হয়েছে। আমরা সবার নাম জানি, সবাইকে চিনি, তাদের বের করে দলীয় শৃঙ্খলার ভেতর আনবেন।’

তিনি বলেন, ‘রোববারের ঘটনার সময় প্রশাসনের সবাই ছিল, কিন্তু তারা কিছুই করে নাই বরং নিশ্চুপ ছিল। বাবুগঞ্জের প্রশাসনের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয় তবে এখানে ভালো নির্বাচন সম্ভব না।’

ফুয়াদ বলেন, ‘জাতীয় স্বার্থ বিবেচনা করে আমি ধৈর্য ধরেছি; কারণ আমরা বাংলাদেশকে বদলে দিতে চাই। আমরা সম্মান ও মর্যাদার রাজনীতি চাই।’ ‘কোনোরকমের গুন্ডা-পান্ডার রাজনীতি তারা চান না’ বলেও জানান তিনি।

এর আগে রোববার বরিশালের মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর উদ্বোধনের পর ব্রিজ নির্মাণের ঠিকাদারের কাছে বিভিন্নভাবে স্থানীয়রা চাঁদা দাবি করেছেন বলে সাংবাদিকদের কাছে বক্তব্য দেন ফুয়াদ।

এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাকে ঘিরে ধরে চাঁদাবাজদের নাম জানতে চায়। তখন দুই গ্রুপে ধাক্কাধাক্কি হয়। ফুয়াদ তোপের মুখে পড়ে ঘটনাস্থল থেকে চলে যেতে শুরু করলে বিএনপি নেতাকর্মীরা ভুয়া স্লোগান দিয়ে মিছিল করে পিছু নেয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম