বিএনপির দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ করলেই শাস্তি
হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৪ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি দলীয় শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থান ঘোষণা করেছে।
সোমবার (৮ ডিসেম্বর) সংগঠনের আহ্বায়ক রফিকুল আলম মজনু ও সদস্য সচিব স্বাক্ষরিত প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়— দলের সব পর্যায়ের নেতাকর্মীকে দলীয় সিদ্ধান্তের প্রতি নিঃশর্ত অনুগত থাকতে হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়- দলীয় কোনো সিদ্ধান্ত নিয়ে কারও মতামত থাকলে তা দলীয় ফোরাম বা দায়িত্বপ্রাপ্ত নেতাদের কাছে যথাযথ নিয়মে উত্থাপন বা আলোচনার মাধ্যমে জানানো যেতে পারে; কিন্তু রাজপথে প্রকাশ্যে দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ বা প্রতিবাদকে শৃঙ্খলা ভঙ্গ হিসেবে গণ্য করা হবে। এতে আরও উল্লেখ করা হয়, শৃঙ্খলা ভঙ্গের ক্ষেত্রে বিএনপির গঠনতন্ত্রে সুষ্পষ্ট শাস্তির বিধান রয়েছে—এ বিষয়টি নেতাকর্মীদের মনে রাখা প্রয়োজন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যে কোনো পর্যায়ের নেতাকর্মীর বিরুদ্ধে যদি দলীয় সিদ্ধান্তবিরোধী আচরণ বা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ওঠে, তবে গঠনতন্ত্র অনুযায়ী তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
