Logo
Logo
×

রাজনীতি

যোগ দিয়েই বিএনপির টিকিট পেলেন সেলিম, লক্ষ্মীপুর-৪ আসনে ধানের শীষে লড়বেন নিজান

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ০১:১০ এএম

যোগ দিয়েই বিএনপির টিকিট পেলেন সেলিম, লক্ষ্মীপুর-৪ আসনে ধানের শীষে লড়বেন নিজান

শাহাদাত হোসেন সেলিম (বামে) ও এবিএম আশরাফ উদ্দিন নিজান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির (বিএলডিপি) চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। সোমবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর হাতে ফুল দিয়ে বিএনপিতে যুক্ত হন তিনি। এ সময় লক্ষ্মীপুর-১ আসনে শাহাদাত হোসেন সেলিমকে ধানের শীষের মনোনয়ন দেওয়া হয়েছে বলে জানান আমির খসরু।

একই অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, বিএনপিতে যোগ দিয়েছেন শাহাদাত হোসেন সেলিম। আশা করছি তিনি লক্ষ্মীপুর-১ আসন থেকে নির্বাচন করবেন। এছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের এবিএম আশরাফ উদ্দিন নিজান, লক্ষ্মীপুর-২ আসনে আবুল খায়ের ভূঁইয়া নেতৃত্ব দেবেন। এছাড়া লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি নিজে নির্বাচন করবেন বলেও জানান।

জানা গেছে, ২০১৮ সালের নির্বাচনে জোটের প্রার্থী হিসেবে শাহাদাত হোসেন সেলিম এই আসনে নির্বাচন করেছিলেন। বিএলডিপিকে বিলুপ্ত ঘোষণা করে দলের নেতাকর্মীদের নিয়ে বিএনপিতে যোগদান করেন শাহাদাত হোসেন সেলিম। 

লক্ষ্মীপুর-১ আসনে শাহাদাত হোসেন সেলিমকে মনোনয়ন দেওয়া হয়েছে বলে জানিয়ে আমির খসরু বলেন, ধানের শীষের এই মনোনয়ন সেলিম অর্জন করেছে। আন্দোলন-সংগ্রামে তার অবদান মাথায় রেখে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে। 

যোগদান অনুষ্ঠানে শাহাদাত হোসেন সেলিম বলেন, জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতি দিয়ে আমার রাজনীতি শুরু হয়। কোনো কারণে পরবর্তীতে আমাকে 

বিএনপি ছাড়তে হয়েছিল। তারপরও হৃদয়ে বিএনপিকে সব সময় ধারণ করতাম এবং বিগত সময়ে বিএনপির সঙ্গেই রাজনীতি করেছি, আন্দোলন-সংগ্রাম করেছি। এ সময় বিএলডিপিকে বিলুপ্ত ঘোষণা করেন শাহাদাত হোসেন সেলিম। তিনি বলেন, দীর্ঘ ২৫ বছর পর ঘরের ছেলে ঘরে ফিরতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। যারা দলে যোগ দিয়েছেন তাদের সবাইকে যেন যথার্থ মূল্যায়ন করা হয়। আগামী দিনেও বিএনপির হাত শক্তিশালী করব, আমি ওয়াদা করছি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম