Logo
Logo
×

রাজনীতি

খালেদা জিয়ার আসনে প্রার্থী দিল এনসিপি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ১২:৪৯ পিএম

খালেদা জিয়ার আসনে প্রার্থী দিল এনসিপি

খালেদা জিয়া। ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১২৫ আসনে প্রাথমিক প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

এর মধ্যে দিনাজপুর-৩ আসনে দলটির জেলা আহ্বায়ক আ হ ম শামসুল মুকতাদির এনসিপির মনোনয়ন পেয়েছেন। একই আসনে বিএনপি খালেদা জিয়ার নাম ঘোষণা করেছে।

বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মনোনয়ন ঘোষণা করেন সদস্য সচিব আখতার হোসেন। খালেদা জিয়ার এই আসনটিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট মইনুল আলম।

যদিও এর আগে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছিলেন, খালেদা জিয়ার আসনে দলটি প্রার্থী দেবে না।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম