আগামী কয়েক ঘণ্টা ওসমান হাদির জন্য খুব গুরুত্বপূর্ণ
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ০৩:১৯ পিএম
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি।
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর বিজয়নগরে দুষ্কৃতকারীদের গুলিতে গুরুতর আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির অবস্থা এখনো সংকটাপন্ন। চিকিৎসকেরা জানিয়েছেন, আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টা তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। এ সময়ের মধ্যে দেওয়া চিকিৎসা তার শরীর কতটা গ্রহণ করবে, তা চিকিৎসকরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন।
ওসমান হাদির জন্য গঠিত মেডিকেল বোর্ড প্রতিদিন সকালে তার অবস্থা নিরীক্ষণ করছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা এখনো শঙ্কামুক্ত নয় এবং এ বিষয়টি তার ভাইকেও জানানো হয়েছে।
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানও হাদির শারীরিক অবস্থা সম্পর্কে তথ্য নিশ্চিত করেছেন এবং সবাইকে দোয়ার আহ্বান জানিয়েছেন।
শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে বিজয়নগর পানির ট্যাংকির সামনে রিকশায় চলন্ত অবস্থায় হাদিকে মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত গুলি করে পালিয়ে যায়। দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখানে এক দফা অস্ত্রোপচার করার পর উন্নত চিকিৎসার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

