Logo
Logo
×

রাজনীতি

দেশত্যাগের নিষেধাজ্ঞায় যা বললেন বিএনপি প্রার্থী জালাল

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ০৭:৪০ পিএম

দেশত্যাগের নিষেধাজ্ঞায় যা বললেন বিএনপি প্রার্থী জালাল

চাঁদপুর-২ আসনে বিএনপি প্রার্থী ড. মোহাম্মদ জালাল উদ্দিন। ছবি: সংগৃহীত

দেশত্যাগের নিষেধাজ্ঞার খবরে একটি ‘স্বার্থান্বেষী মহল’ উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি করেছেন চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) আসনে বিএনপি প্রার্থী ড. মোহাম্মদ জালাল উদ্দিন।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) দুপুরে মতলব দক্ষিণ উপজেলার নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে এ দাবি করেন ড. মোহাম্মদ জালাল উদ্দিন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমাকে মনোনয়ন দেওয়ায় একটি স্বার্থান্বেষী মহল দিশেহারা হয়ে আমার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে বলা হচ্ছে, আমার নামে মামলা রয়েছে, ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে এবং বিদেশে আমার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বাস্তবে এসবের কোনোটিই সত্য নয়। আমাকেও দলকে খাটো করতেই এ অপপ্রচার চালানো হচ্ছে।

এ প্রার্থী আরও বলেন, এ ধরনের গুজব আমার নির্বাচনে কোনও প্রভাব ফেলবে না। ধানের শীষের বিজয়ের লক্ষ্যে বিএনপি নেতাকর্মীরা নির্বাচনি কাজ আরো জোরেশোরে চালিয়ে যাবে।

এ সময় তিনি দলীয় নেতাকর্মী ভোটারদের গুজবে কান না দেওয়ার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে মতলব উত্তর ও দক্ষিণ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সোমবার (২২ ডিসেম্বর) চাঁদপুর-২ (মতলব) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ড. জালাল উদ্দিনসহ পরিবারের পাঁচ জনের বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দেন আদালত।

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, ব্যাংক হিসাবে অর্থ স্থানান্তরের মাধ্যমে অর্থ বৈধ করার চেষ্টা এবং বিদেশে অর্থপাচারের অভিযোগে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞার আদেশ দেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম