Logo
Logo
×

রাজনীতি

বিএনপির প্রার্থীর বিরুদ্ধে মিথ্যা মামলা ও অপপ্রচারের প্রতিবাদ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ১০:০২ পিএম

বিএনপির প্রার্থীর বিরুদ্ধে মিথ্যা মামলা ও অপপ্রচারের প্রতিবাদ

ছবি: সংগৃহীত

নোয়াখালী-৫ আসনের বিএনপি মনোনিত প্রার্থী ‘ফখরুল ইসলামে’র বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা মামলা ও অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছে নোয়াখালী জেলা বিএনপি। 

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি হলে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে ওই প্রতিবাদ জানান তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন- নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুবুল আলম আলো। এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, সদস্য বেলায়েত হোসেন স্বপন, কোম্পানীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মতিন লিটন ও সদস্য সচিব আবদুল্লাহ আল মামুন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য ও ও কোম্পানীগঞ্জ সরকারি কলেজ ছাত্র দলের সাবেক সভাপতি কামাল উদ্দিন প্রমুখ। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাহবুবুল আলম আলো বলেন, সারাদেশ এখন নির্বাচনমুখি। একদিকে একটি উৎসবমুখর ভোট ও অন্যদিকে আগামী দিনের রাষ্ট্র নায়ক, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশে প্রত্যাবর্তনের জন্য অধীর অপেক্ষায় দেশবাসী।

তিনি বলেন, বিএনপি তথা ধানের শীষের দুর্গ হিসেবে পরিচিত নোয়াখালী জেলা। এখানকার ৫টি আসনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপযুক্ত ব্যক্তিদের দলীয় মনোনয়ন দিয়েছেন। কিন্তু যারা মনোনয়ন পেতে ব্যর্থ হয়েছেন, তাদের কেউ কেউ দলের সিদ্ধান্তের বিরুদ্ধে নানা অসহযোগিতা, অপপ্রচার ও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। নোয়াখালী ৫ আসনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির মনোনয়ন দিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ফখরুল ইসলামকে। যিনি বিগত আওয়ামী ফ্যাসিবাদী আমলে নোয়াখালীর কোম্পানিগঞ্জ-কবিরহাটের বিএনপির নেতা-কর্মীদের বিপদে-আপদে সব সময় পাশে ছিলেন। মিথ্যা মামলাসহ ফ্যাসিস্ট হাসিনা সরকারের জুলুম-নির্যাতনে অতিষ্ঠ বিএনপি নেতা-কর্মীদের সব ধরণের সহায়তা করেছেন।

আওয়ামী লীগ সরকারের চক্ষুশূল হয়ে ফখরুল ইসলাম নিজেও কারাবরণ করেন এবং তার ব্যবসা বাণিজ্যের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়। তারপরও বিএনপি রাজনীতির একনিষ্ঠ সৈনিক হিসেবে নেতা-কর্মীদের প্রতি সহানুভূতি ও সহায়তা অব্যাহত রাখেন তিনি। তারই ধারাবাহিকতায় জুলাই-আগষ্টে ছাত্র- জনতার গণ অভ্যুত্থানেও সম্মুখ যোদ্ধা হিসেবে তিনি ভূমিকা রেখেছেন। ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে ঢাকায় এবং নোয়াখালীতে বিভিন্ন আন্দোলন- বিক্ষোভে তিনি সরাসরি অংশ নেন এবং নেতৃত্ব দেন। একইসাথে আন্দোলনে প্রয়োজনীয় অর্থ সহায়তা দেন।

তিনি আরও বলেন, দুঃখজনকভাবে একটি পত্রিকার খবরে প্রকাশিত হয় যে, ফখরুল ইসলামের বিরুদ্ধে মোহাম্মদ পুর থানায় জুলাই-আগস্টের ঘটনায় একটি হত্যা মামলা হয়। একজন জুলাই যোদ্ধার বিরুদ্ধে এমন ঘটনা অত্যান্ত বিস্ময়ের। যেখানে ফখরুল ইসলাম হাসিনার সরকারের মাধ্যমে নানা জুলুম-নির্যাতনের শিকার হয়েছেন, ব্যবসা-বাণিজ্যে ক্ষতির সম্মুখিন হয়েছেন, প্রতিনিয়ত ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছেন এবং নেতা-কর্মীদের প্রতি সহায়তা অব্যাহত রেখেছেন। তার বিরুদ্ধে এই ধরণের মামলায় হতবাক নোয়াখালী ৫ আসনের বিএনপির নেতা-কর্মীরা। তারা মনে করেন, ফখরুল ইসলামের মত জনপ্রিয় নেতাকে বিতর্কিত করতেই উদ্দেশ্যে প্রনোদিতভাবে এই মামলা করা হয়েছে।

আমরা দৃঢ়ভাবে ঘোষণা করছি, এই ধরণের যে কোন ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে নোয়াখালী ৫ আসনের নেতা কর্মীরা ঐক্যবদ্ধ। ইনশাআল্লাহ জনগণের রায়ে সব অপচেষ্টা ধুলিস্যাৎ হয়ে যাবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম