বিএনপিকে বিজয়ী করুন, উন্নয়নের দায়িত্ব নেব: আরিফুল হক
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ১০:৩৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট-৪ আসনের বিএনপির মনোনীত সংসদ-সদস্য প্রার্থী আরিফুল হক চৌধুরী বলেছেন, আপনারা বিএনপিকে বিজয়ী করুন, উন্নয়নের দায়িত্ব আমি নেব। ঐক্যবদ্ধভাবে কাজ করলে কোনো শক্তিই বিএনপিকে পরাজিত করতে পারবে না।
মঙ্গলবার গোয়াইনঘাট উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরিফুল হক চৌধুরী বলেন, আমাকে ভোট দিয়ে বিজয়ী করার দায়িত্ব আপনাদের, আর গোয়াইনঘাটের উন্নয়ন চিত্র বদলে দেওয়ার দায়িত্ব আমার। নির্বাচিত হলে এক বছরের মধ্যেই গোয়াইনঘাটের সিংহভাগ জনগুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের আশ্বাস দেন তিনি।
গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিন এবং উপজেলা যুবদলের আহ্বায়ক শাহজাহান সিদ্দিকীর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী।
