Logo
Logo
×

রাজনীতি

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসন

বিএনপির বঞ্চিতরাও নিলেন মনোনয়নপত্র

Icon

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৬ এএম

বিএনপির বঞ্চিতরাও নিলেন মনোনয়নপত্র

ফাইল ছবি

দলীয় চূড়ান্ত মনোনয়ন ঘোষণা না করায় এবং মনোনয়ন পরিবর্তনের প্রত্যাশা নিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে মঙ্গলবার পর্যন্ত বিএনপি মনোনীত প্রার্থী ও মনোনয়নবঞ্চিত বিএনপি প্রার্থী মোট ছয়জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

সহকারী রিটার্নিং অফিসার ও ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহকারীরা হলেন-বিএনপি মনোনীত প্রার্থী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ববিষয়ক সম্পাদক সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদ। মনোনয়নবঞ্চিত ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এমএ হান্নান, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোতাহার হোসেন পাটোয়ারী, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল, জাতীয়তাবাদী করজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্বাস উদ্দীন এবং বিএনপি নেতা আব্দুল মালেক বুলবুল। তবে উপজেলা বিএনপির আহ্বায়ক এমএ হান্নানের ভায়রা আব্দুল মালেক এমএ হান্নানের বিকল্প হিসাবে মনোনয়ন নিয়েছেন বলে একটি সূত্রে জানা গেছে। 

স্থানীয় বিএনপি সূত্রে জানা গেছে, দলীয় চূড়ান্ত মনোনয়ন ঘোষণা না হওয়ায় দলের মনোনয়নবঞ্চিতরা নির্বাচন কমিশনের মনোনয়নপত্র সংগ্রহ করছেন। আরও বেশ কয়েকজন এ মনোনয়নপত্র সংগ্রহ করবেন বলে জানা গেছে। মনোনয়নবঞ্চিতরা একছাতার নিচে আসার চেষ্টা করছেন বলে জানা গেছে। 

তবে বিএনপির বাইরে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, জাতীয় পার্টিসহ অন্য কেউই এখন পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেননি।

আগামী ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে এর মধ্যে কয়জন মনোনয়নপত্র জমা দেবেন, নির্ভর করবে কে কে নির্বাচনে অংশ নিচ্ছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম