Logo
Logo
×

রাজনীতি

উড়োজাহাজের আসনে বসা ছবি দিয়ে তারেক রহমান লিখলেন ‘ফেরা’

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৬ এএম

উড়োজাহাজের আসনে বসা ছবি দিয়ে তারেক রহমান লিখলেন ‘ফেরা’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রায় দেড় যুগ পর রাজসিক প্রত্যাবর্তন ঘটছে। তিনি আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।

এ উপলক্ষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বৃহস্পতিবার সকালে বিমানের আসনে বসা একটি ছবি পোস্ট করেছেন তারেক রহমান। লিখেছেন, ‘ফেরা’। পোস্টের নিচে তাকে স্বাগত জানিয়ে এসেছে অগণতি কমেন্ট ও রিয়্যাকশন।

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী শান্ত বিশ্বাস লেখেন, ‘সব আল্লাহর ইচ্ছা। আল্লাহ যেহেতু সুযোগ করে দিয়েছেন আসুন- সোনার বাংলাদেশ গড়ি। এটাই শেষ সুযোগ। পরবর্তী প্রজন্মকে একটি সুন্দর বাংলাদেশ উপহার দেওয়ার এমন সুযোগ কেউই হাতছাড়া করতে চাইবে না।’

মো. ইসমাইল হোসেন সজিব লেখেন, ‘দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আসছেন। বাংলার মানুষ সত্যিকারের লিডারশিপ আশা করে আপনার থেকে, সুন্দর একটা বাংলাদেশ গড়বেন এটাই দেশ ও জাতির প্রত্যাশা।

ফেরাটা যেন ন্যায় ও ইনসাফের জন্য হয় তাহলেই আপনি সফল।’

মো. সাইজুল ইসলাম লেখেন, ‘আপনার এই প্রত্যাবর্তনে স্বাগতম, আপনার জন্য মুখিয়ে আছে পুরোদেশ।’

জানা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইটে (বিজি ২০২) তারেক রহমান ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। বাংলাদেশ সময় বৃহস্পতিবার ১২টা ১৭ মিনিটে (প্রথম প্রহরে) লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশে যাত্রা করে তারেক রহমানকে বহনকারী বিমানটি।

তার সঙ্গে একই বিমানে দেশে ফিরছেন স্ত্রী ডা. জোবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। তারেক রহমানকে বহনকারী ফ্লাইট বৃহস্পতিবার বেলা ১১টা ৫০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

ঘটনাপ্রবাহ: তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম