ছবিতে তারেক রহমানের দেশে ফেরা
দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার সঙ্গে দেশে ফিরেছেন স্ত্রী ডা. জোবায়দা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। বিমানবন্দর থেকে সরাসরি তিনি রাজধানীর ৩০০ ফিটে সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন। সেখানে তিনি সংক্ষিপ্ত বক্তব্যে দেশবাসীর প্রতি কৃতজ্ঞ জানাবেন। এরপর সেখান থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার মা বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন। সেখান থেকে তিনি গুলশানের বাসভবন ফিরোজায় উঠবেন।
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ০১:৩৫ পিএম
লন্ডনের হিথ্রো বিমানবন্দরে তারেক রহমান।
লন্ডনের হিথ্রো বিমানবন্দরে স্ত্রী ও কন্যার সঙ্গে তারেক রহমান।
বিমানে ওঠার পর ‘ফেরা’ লিখে ফেসবুকে পোস্ট করেন তারেক রহমান।
বাংলাদেশের আকাশে বিমান প্রবেশ করার পর ‘দীর্ঘ ৬ হাজার ৩শ ১৪ দিন পর বাংলাদেশের আকাশে!’ লিখে ফেসবুকে পোস্ট করেন তারেক রহমান।
বিমানে বসে নিজের একটি ‘সেলফি’ ছবি পোস্ট করেন তারেক রহমান।
কন্যা জাইমা রহমানের সেলফিতে তারেক রহমান ও তার স্ত্রী।
স্ত্রীর ‘সেলফি’ তে তারেক রহমান।
সপরিবারে তারেক রহমান।
ছবিতে তারেক রহমানের স্ত্রী ও কন্যা।
নানি সৈয়দা ইকবাল মান্দ বানুর সঙ্গে জাইমা রহমান।
শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুর সঙ্গে তারেক রহমান, তার স্ত্রী ও কন্যা।
তারেক রহমানের জন্য আনা লাল ‘লাল-সবুজ’ বুলেটপ্রুফ বাস।
গাড়ি থেকে ৩০০ ফিট সমাবেশস্থলে যাওয়ার সময় জনতার উদ্দেশ্যে হাত নাড়ছেন তারেক রহমান।
কড়া নিরাপত্তায় তারেক রহমানের গাড়িটি এগিয়ে যাচ্ছে সমাবেশস্থলের দিকে।
৩০০ ফিটে তারেক রহমানের জন্য অপেক্ষারত নেতাকর্মীরা।
|
ফলো করুন |
|
|---|---|
