|
ফলো করুন |
|
|---|---|
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ ২৫ ডিসেম্বর দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশে ফিরেছেন। তবে যুক্তরাজ্যে থাকাকালে তার আদরের পোষা বিড়াল ‘জেবু’ও আলোচনার জন্ম দিয়েছিল। সেই জেবুও তারেক রহমানের পরিবারের সঙ্গী হয়ে এসেছে বাংলাদেশে।
বিড়াল জেবু সাইবেরিয়ান ব্রিডের। তার বয়স এখন ৭ বছর। তাকে বাংলাদেশে আনতে পাসপোর্ট সহ সব অনুমোদন নেওয়া হয়ে গিয়েছিল। ফলে নিশ্চিত হয়ে গিয়েছিল জেবুর বাংলাদেশে আসাটা।
আজ তারেক রহমানের সঙ্গে বাংলাদেশে এসেছে এই বিড়ালটি। বিএনপির অফিসিয়াল পেজ থেকে বিষয়টি নিশ্চিত হয়েছে।
তারেক রহমানের বিড়াল জেবু বহুবার ভাইরাল হয়েছে। ব্যস্ততার মাঝেও জেবুর সঙ্গে খুনসুটির ছবি নিজেই ফেসবুকে দিয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
তিনি নিজেও একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, বিড়ালটি তার মেয়ে জাইমা রহমানের হলেও এখন তার পরিবারের অংশ হয়ে গেছে, সবার আদরের হয়ে গেছে জেবু।
