ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবারের সদস্যদের সঙ্গে দেশে এসেছে পোষা বিড়াল ‘জেবু’ও। এই সেই বিখ্যাত লোমশ বিড়াল, যার ছবি নেট দুনিয়ায় ভাইরাল।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার ফ্লাইট নং বিজি-২০২ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
জেবু মূলত তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানের প্রিয় পোষা সাইবেরিয়ান বিড়াল। চলতি বছরের শুরুতে তারেক রহমানের মোবাইল ফোনের দিকে তাকিয়ে থাকা জেবুর একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সেই ছবি থেকেই মূলত জেবুকে ঘিরে কৌতূহলের শুরু। পরবর্তীতে আরও কিছু ছবি ছড়িয়ে পড়লে বিড়ালপ্রেমীদের পাশাপাশি সাধারণ নেটিজেনদের মধ্যেও এটি আলোচনার বিষয় হয়ে ওঠে।
তারেক রহমানের দেশে ফেরার কয়েক ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যমে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে তার পরিবারের প্রিয় পোষা বিড়াল ‘জেবু’। জেবুর নামে চালু করা হয়েছে একটি নিজস্ব ফেসবুক পেজ, যা ইতিমধ্যেই অনলাইনে আলোচনার জন্ম দিয়েছে।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, তারেক রহমানের সঙ্গে একই ফ্লাইটে জেবু ঢাকায় এসেছে। জেবুকে একটি বিশেষ খাঁচায় করে আনা হয়েছে। পরে যথাযথভাবে জেবুকে বিমান থেকে নামিয়ে তারেক রহমানের পরিবারের সদস্যদের কাছে দেওয়া হয়েছে।
নেটিজেনদের আগ্রহের কেন্দ্রে রয়েছে জেবুর ব্রিড ও লাইফস্টাইল। চলুন জেনে নেওয়া যাক-
সাইবেরিয়ান জাতের এ লোমশ বিড়ালটির বয়স এখন সাত বছর। বাংলাদেশে যেখানে সাধারণত দেশি কিংবা পার্সিয়ান জাতের বিড়ালই বেশি দেখা যায়, সেখানে সাইবেরিয়ান প্রজাতির একটি বিড়াল স্বাভাবিকভাবেই মানুষের কৌতূহল তৈরি করেছে।
এ জাতের বিড়াল আকারে তুলনামূলক বড় হয়। শরীরজুড়ে থাকে ঘন ও নরম লোম। স্বভাব শান্ত হলেও এরা বেশ আত্মবিশ্বাসী এবং মানুষের সঙ্গে সহজেই মানিয়ে নিতে পারে। পরিবারের কেউ মন খারাপ করলে এরা তা বুঝতে পারে এবং পাশে এসে বসে থাকে। এ কারণেই এ জাতের বিড়ালকে অনেকেই ‘ইমোশনাল কম্প্যানিয়ন’ হিসেবেও দেখেন।
এ জাতের বিড়ালের ওজন সাধারণত ৪ থেকে ৯ কেজির মধ্যে হয়ে থাকে। পুরুষ বিড়ালগুলো আকারে তুলনামূলক বড় হয়। এদের শরীরে থাকে তিন স্তরের ঘন লোম, যা প্রচণ্ড ঠান্ডা আবহাওয়ায় টিকে থাকার জন্য বিশেষভাবে উপযোগী। স্বাস্থ্য ভালো রাখতে এদের প্রোটিনসমৃদ্ধ খাবার এবং পর্যাপ্ত পানি খুবই জরুরি।
শান্ত স্বভাব, আকর্ষণীয় গড়ন এবং তুলনামূলকভাবে অ্যালার্জি কম হওয়ার কারণে বিশ্বজুড়েই এ জাতের বিড়াল জনপ্রিয়তা পেয়েছে। ১৯৮০ ও ৯০-এর দশক থেকে ইউরোপ ও যুক্তরাষ্ট্রে এ জাতের বিড়ালের জনপ্রিয়তা বাড়তে থাকে। বাংলাদেশে এ প্রজাতির বিড়াল খুব একটা দেখা না যাওয়ায় জেবুকে ঘিরে আগ্রহ আরও বেশি তৈরি হয়েছে।
চলতি বছরের শুরুতে তারেক রহমানের মোবাইল ফোনের দিকে তাকিয়ে থাকা জেবুর একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
জেবুর জনপ্রিয়তা প্রসঙ্গে বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তারেক রহমান বলেছিলেন, ‘বিড়ালটি আমার মেয়ের। তবে এখন মনে হচ্ছে এটি সবার হয়ে গেছে। আমরা সবাই ওকে খুব ভালোবাসি।’
