Logo
Logo
×

রাজনীতি

এআই দিয়ে বানানো ছবি ছড়িয়ে মির্জা আব্বাসের বিরুদ্ধে অপপ্রচার

Icon

বাসস

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ০৩:১৮ পিএম

এআই দিয়ে বানানো ছবি ছড়িয়ে মির্জা আব্বাসের বিরুদ্ধে অপপ্রচার

ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনে দলটির মনোনীত প্রার্থী মির্জা আব্বাসের সঙ্গে ওসমান হাদিকে গুলি করার ঘটনায় প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের এআই ছবি ছড়িয়ে দেওয়া হয়েছে। 

ছবিটি এআই দিয়ে তৈরি বলে শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট জানায়, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনে দলটির মনোনীত প্রার্থী মির্জা আব্বাসের সঙ্গে ওসমান হাদিকে গুলি করার ঘটনায় প্রধান আসামির ছবিটি আসল নয়। মূলত ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর সাহায্যে তৈরি করা হয়েছে।

বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানায়, ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর সাহায্যে তৈরি করা হয়েছে। যেন জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয় এজন্য।

ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, গত বছর থেকে ভারতীয় গণমাধ্যম, ভারত থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট এবং দেশের কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। এসব অপতথ্য বিশেষ করে অন্তর্বর্তী সরকার, চব্বিশের আন্দোলনে অংশ নেওয়া দল ও সংগঠনকে লক্ষ্য করে ছড়ানো হচ্ছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম