সংবর্ধনা মঞ্চে উঠে পার্থ-নুর-সাকিদের সঙ্গে কথা বলেন তারেক রহমান
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ০৪:০৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ঐতিহাসিক গণসংবর্ধনা মঞ্চে উঠে দলের সিনিয়র নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় হাত নেড়ে লাখ লাখ মানুষের অভিবাদনের জবাব দেন তিনি। এ সময় যুগপৎ আন্দোলনের সঙ্গী নেতাদের ভুলে যাননি তারেক রহমান।
মঞ্চে উপবিষ্ট বিজেপি সভাপতি আন্দালিব রহমান পার্থ, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, আহসান হাবিব লিংকনদের সঙ্গে হাত মেলান তারেক রহমান। কুশল বিনিময় করেন।
এ সময় আরও কয়েকজন যুগপৎ আন্দোলনের সঙ্গী নেতার সঙ্গে কুশল বিনিময় করেন তারেক রহমান।
বেলা ৪টা বাজার কিছুক্ষণ আগে মঞ্চে আসেন তারেক রহমান।এ সময় মুহূর্মুহু স্লোগানে তাকে সিক্ত করেন লাখ লাখ নেতাকর্মী। স্লোগানে স্লোগানে মুখর হয়ে উঠে সভামঞ্চ।
এর আগে তিনি বিমানবন্দর থেকে ৩০০ ফিটে যেতে দুপাশে লাইন ধরে প্রিয় নেতাকে অভিবাদন জানান নেতাকর্মীরা। তিনি সহাস্যে হাত নেড়ে সবার অভিবাদনের জবাব দেন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইট। বিমান থেকে নেমে ভিআইপি লাউঞ্জে দলীয় নেতাকর্মী ও স্বজনদের ভালোবাসায় সিক্ত তারেক রহমান ধীরে ধীরে বেরিয়ে আসেন বিমানবন্দরের বাইরে।
আগে থেকেই রাখা বিশেষ বাসে চড়েন তারেক রহমান। এরপর রওনা হন রাজধানীর পূর্বাচলের ‘৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে’ (৩০০ ফিট) সংলগ্ন বিশাল গণসংবর্ধনা সমাবেশে। বিমানবন্দর থেকে বের হওয়ার পর রাস্তার দুপাশে অপেক্ষমাণ লাখো জনতার ভালোবাসায় সিক্ত হয়ে সংবর্ধনা মঞ্চের উদ্দেশে যাচ্ছেন তারেক রহমান
